বাংলা রচনা সমগ্র

আমার জীবনের লক্ষ্য / তোমার জীবনের লক্ষ্য রচনা

ভূমিকা :

মানুষের জীবনে নিজস্ব একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে লক্ষ্যহীন মানুষ কান্ডারীহীন নৌকার মতো ভেসে বেড়ায় জীবনেরপ্রস্তুতি লগ্নে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে সাধনায় আত্মনিয়োগ করা আবশ্যক বিচিত্র এই জগতে অসংখ্য কর্ম রয়েছে অসংখ্যকর্মের মধ্যে রুচি সামর্থ্য অনুসারে যেকোনো একটিকে প্রধানরূপে বেছে নেয়াই হলো জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য নাবিকরাযেমন ধ্রুবতারাকে লক্ষ্য করে বিশাল সমুদ্রে পাড়ি জমায় , তেমনি আমাদেরকে লক্ষ্য স্থির করে জীবন সমুদ্রে পাড়ি জমাতে হবে জীবনকে সুন্দর সার্থক করে গড়ে তুলতে হলে জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য স্থির করা একান্তই প্রয়োজন উদ্দেশ্যহীন মানুষেরজীবন হালবিহীন নৌকার মতো অবস্থা হয় একটি নির্দিষ্ট লক্ষ্যই একটি মানুষকে সফলতার স্বর্ণশিখরে নিয়ে যেতে পারে

জীবনে লক্ষ্য স্থির করার প্রয়োজনীয়তা :

জীবনে সার্থকতা অর্জন করতে হলে একটি দৃঢ় সংকল্প চাই কবি বলেছেন— ” মন রে কৃষিকাজ জানো না এমন মানবজমিনরইল পতিত , তো সোনা মানবজমিনে সোনা ফলাতে হবে জন্য যথাসময়ে বীজ বপন এবং আনুষঙ্গিক পরিশ্রম সাধনার দরকার তেমিন জীবনের স্বপ্নকে সার্থক করে তুলতে হলে প্রয়োজন সাধনা চেষ্টা জীবনের লক্ষ্যে উপনীত হওয়ারপথে অনেক বাধা বিঘ্ন রয়েছে কিন্তু তাতে পশ্চাৎপদ না হয়ে সম্মুখের স্থির লক্ষ্যাভিমুখে অগ্রসর হয়ে চলতে হবে তাইজীবনের চলার পথে চাই নির্দিষ্ট এবং সুপরিকল্পিত পথরেখা সেই পথরেখাই সফলতার স্বর্ণশিখরে উপনীত করবে তাইজীবনের প্রারম্ভেই আমাদের লক্ষ্য স্থির করা উচিত

জীবনের লক্ষ্য স্থির করার সময় :

লক্ষ্য প্রতিজ্ঞা জীবনে প্রতিষ্ঠা এনে দেয় লক্ষ্যহীন মানুষ নদীর বুকে মাঝিবিহীন নৌকার মতো দুলতে থাকে তাই জীবনকেসুন্দর করতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য প্রতিজ্ঞা থাকা দরকার আর ছাত্রজীবনই একজন ব্যক্তির ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞা প্রস্তুতির সময় ছাত্রাবস্থায়ই ভবিষ্যৎ পরিকল্পনা করে সে অনুযায়ী অগ্রসর হতে হয় তাহলেই জীবেন প্রতিষ্ঠিত হওয়া যায় প্রত্যেক ছাত্রেরই প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন থাকা উচিত আর স্বপ্নই তার জীবনের লক্ষ্য কাজেই তার জীবনের লক্ষ্যরূপ স্বপ্নকেবাস্তবায়িত করার জন্য পরিকল্পনা মোতাবেক এগিয়ে যেতে হবে

আমার জীবনের লক্ষ্য :

আমাকে জীবনের লক্ষ্য স্থির করতে অন্ধের মতো হাতড়ে মরতে হয়নি বাল্যকাল থেকেই শিক্ষকতা পেশার প্রতি আমার শ্রদ্ধাছিল অপরিসীম তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি একজন আদর্শ ন্যায়নিষ্ঠ শিক্ষক হবো হয়তো শিক্ষকতার পেশাকেঅনেকেই হেয় চোখে দেখেন , তবুও শিক্ষকতাই আমার কাছে মহান সম্মানজনক পেশা যদিও শিক্ষকদের বেতন খুব সামান্য , তবুও আমি সত্য ন্যায়ের আদর্শকে সমুন্নত রেখে মহান পেশায় নিজেকে নিয়োজিত করে সত্যিকার অর্থে একজন ভালো শিক্ষকহতে চাই আবাদ করলে

এরকম লক্ষ্য স্থির করার কারণ :

আমার সহপাঠীদের মধ্যে অনেকেই ভবিষ্যতে হয়তো ডাক্তার , ইঞ্জিনিয়ার , উকিল বা বড় ব্যবসায়ী হবে কিন্তু যে পথই তারাবেছে নেক না কেন , সমাজসেবার আদর্শ নিয়ে চললে প্রত্যেকের জীবনে সফলতা আসবে আমিও আমার জীবনের সার্থকতারজন্য , দেশের জনগণকে শিক্ষার আলো দেয়ার জন্য , তাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে সমাজসেবায় নিজেকে নিয়োজিতকরার জন্য একজন আদর্শবান শিক্ষক হতে চাই কারণ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে যথেষ্ট জ্ঞান দান করা যায় , কিন্তু তাকেগড়ে তোলা যায় না অপরদিকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের থাকে অপরিণত বিচারবুদ্ধি ফলে সহজেই যে কেউতাদের ওপর প্রভাব বিস্তার করে বশে আনতে পারে তাই আমি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে আগ্রহী

দেশের অবস্থার সঙ্গে আমার লক্ষ্যের যোগসূত্র :

আমাদের দেশে শিক্ষার হার এখনো অনেক কম ফলে সমাজে বিভিন্ন ধরনের কুসংস্কার প্রচলিত রয়েছে আর অশিক্ষা কুসংস্কার যেখানে প্রবল , সেখানে মানুষের কোনো উন্নয়ন সাধন সম্ভব নয়।কারণ তারা নিজেরাই নিজেদের ভালোমন্দ জানেনা ফলে গ্রামের মহাজনশ্রেণি এবং কিছু সংখ্যক অর্থলগ্নিকারী এনজিও তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের ওপর অত্যাচারকরছে তাই আমি আদর্শবান শিক্ষক হয়ে তাদেরকে শিক্ষিত করে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলব

লক্ষ্যের সার্থকতা:

আমি একজন আদর্শবান ন্যায়নিষ্ঠ শিক্ষক হয়ে আমাদের গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের কোমলমতি ছেলেমেয়েদেরকে সুশিক্ষাদিতে আপ্রাণ চেষ্টা করব আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার আমি তাদেরকে সৎ যোগ্য করে গড়ে তুলতে এবংঅত্যাচার অন্যায়ের বিরুদ্ধে কীভাবে লড়তে হয় , তা শিক্ষা দেবো আর তখনই হবে আমার শিক্ষকতার সার্থকতা এসবকাজের পাশাপাশি আমি শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মূলোৎপাটনের জন্য কাজ করে যাব তবে আমি জানি আমার একার পক্ষেএতবড় একটা জাতীয় সমস্যা দূর করা সম্ভব নয় তাই আমি যে বিদ্যালয়ে থাকব সেখানে দুর্নীতির শিকড়ই গজাতে দেবো।এছাড়া আমার পার্শ্ববর্তী স্কুলগুলোর সহকর্মীদেরকেও ব্যাপারে উদ্বুদ্ধ হওয়ার অনুরোধ করে যাব এতে কিছুটা হলেওশিক্ষাক্ষেত্রে দুর্নীতি দূর হবে বলে আমি বিশ্বাস করি

প্রস্তুতি :

আমি শিক্ষক হিসেবে নিজেকে তৈরি করার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি আমি ইংরেজি , বিজ্ঞান , গণিত , বাংলা ভূগোল , সমাজবিজ্ঞান , ইতিহাস প্রভৃতি বিষয়ের ওপর জ্ঞান অর্জনের যথাসাধ্য চেষ্টা করছি আমি আমার দেশের গ্রামের মানুষের অবস্থা উপলব্ধি করার জন্য নিয়মিত বিভিন্ন ধরনের বই পুস্তক , ম্যাগাজিন পত্রিকা পড়ে থাকি শিক্ষার্থীদের সহজে বোঝানোরকার্যকর পদ্ধতি সম্পর্কে ধারণা লাভের চেষ্টা করছি মোটকথা , আমি এখন থেকে একজন আদর্শ শিক্ষকের গুণাবলিঅনুশীলন করতে শুরু করেছি

উপসংহার :

মানবজীবন ক্ষণস্থায়ী আর ক্ষণস্থায়ী জীবনে যে ব্যক্তি মানুষের কল্যাণে পৃথিবীতে কিছু করে যেতে পারেন , তার জন্মইসার্থক আমিও একজন আদর্শবান শিক্ষক হয়ে মানবজাতির কল্যাণের জন্য কিছু করে যেতে চাই জাতি গঠনে অবদান রেখেধন্য হতে চাই আমি এও জানি , শিক্ষক হওয়া আর ভালো আদর্শবান শিক্ষক হওয়া এক কথা নয় তাই আমিআন্তরিকভাবেই আমার লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাবো আমার আদর্শ যেন আমার শিক্ষার্থীদের মাধ্যমে সমাজেরচারদিকে ছড়িয়ে পড়ে , আমি যেন হতে পারি সত্যিকারের মানুষ গড়ার কারিগরমহান আল্লাহর কাছে এটাই প্রার্থনা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button