জনমত গঠনে টেলিভিশন / জনমত গঠনে টেলিভিশনের ভূমিকা রচনা

ভূমিকা:
সাধারণ অর্থে জনমত বলতে জনসাধারণের মতামতকে বোঝায় । তবে জনমতকে অবশ্যই জাতীয় স্বার্থের অনুকূলে হতে হবে ।সম্প্রদায়ের স্বার্থ – সংশ্লিষ্ট বিষয়ে জনগণের অভিমতের সমষ্টিই জনমত । সংখ্যাগরিষ্ঠ হলেই তাদের মতামত জনমত হবে এমনকথা নয় । সংখ্যালঘুদের , এমনকি একজনের মতামতও জনমত পরিণত হতে পারে । এর ভিত্তি হবে সার্বিক কল্যাণ , মঙ্গল ওযুক্তিসঙ্গত দাবি । যদি অধিকাংশ জনগণ কোনো বিষয় সম্পর্কে মতামত প্রকাশ করে এবং তা যদি নিজেদের এবং দেশেরসামগ্রিক স্বার্থের জন্য ক্ষতিকর হয় , তাহলে সে মত জনমত হতে পারে না । উদাহরণস্বরূপ বলা যায় , সংখ্যাগরিষ্ঠ জনগণ যদিচায় যে , তাদের ধূমপানের অধিকার থাকা উচিত , তাহলে তা জনমত হতে পারে না । যদি এক্ষেত্রে সংখ্যালঘু বা একজনেরমতামতও এর বিরুদ্ধে হয় , তাহলে তার মতই হবে জনমত । তবে উক্ত মত এমন হওয়া আবশ্যক যেন সংখ্যালঘুদের জন্যওগ্রহণীয় হয় এবং তারা । বিশ্বাসের সাথে মেনে নেয় । যুক্তিভিত্তিক , জ্ঞানপূর্ণ , কল্যাণকামী এবং সর্বোপরি জাতীয় মঙ্গলে গঠিতমতামতকে জনমত বলা হয় ।
জনমত গঠনের মাধ্যম :
জনমত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় , কিন্তু তা এমনি গঠিত হয় না । জনমত গঠনের জন্য কিছু বাহন প্রয়োজন এবং সেগুলো সুন্দরহওয়া দরকার । কারণ এগুলােই জনমতের সঠিক অর্থ নিরূপণ করে । তাই বলা হয় , “ মাধ্যম যেমন করে জনমতওতেমনিভাবে গড়ে ওঠে । এগুলোর মধ্যে কিছু আছে দৃশ্যমান উপাদান এবং কিছু অদৃশ্য কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য উপাদান । তবে দৃশ্যমানউপাদান । যেমন– রেডিও , টেলিভিশন , সভা – সমিতি , সেমিনার , প্রচারাভিযান প্রভৃতিই জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকাপালন করে । মূলত জনমত একটি আপেক্ষিক বিষয় , যা কেবল কূটকৌশলের মাধ্যমে অধিকতর ফলপ্রসূ করে তোলা যায়।
জনমত গঠনে টেলিভিশন :
দেশ ও জাতির উন্নয়নের জন্য জনমতের প্রয়ােজন রয়েছে । জনমত গঠনে টেলিভিশন অনন্য সাধারণ ভূমিকা পালন করেথাকে । কোনো বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে টেলিভিশনে প্রচারণা চালানো হলে তা সহজেই জনগণের দৃষ্টি আকর্ষণ করে ।জনগণ বিচার – বিশ্লেষণ করে সে বিষয়ের প্রতি তাদের মতামত প্রদান করে । টেলিভিশন বিভিন্ন অস্পষ্ট ধারণাকে জনগণেরসামনে স্পষ্ট করে তুলে ধরে । যার ফলে জনমত হয়ে ওঠে প্রায়োগিক ও গতিশীল । জনমত গঠনের ক্ষেত্রে টেলিভিশন । তিনটিভূমিকা পালন করে ।
যেমন:
১. জনগণের বিভ্রান্তি দূর করে ।
২. জনগণের মাতমত স্পৃহাকে অধিকরত জোরালো করে ।
৩. জনগণকে সচেতন ও আত্মপ্রত্যয়ী করে তোলে ।
বাংলাদেশে জনমত গঠনে টেলিভিশন :
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ । এদেশের মানুষ এখনো পুরানো ধ্যান – ধারণা দ্বারা প্রভাবিত । তাই জনমত গঠন প্রক্রিয়াটিএদেশে তেমন সাফল্য অর্জন করতে পারেনি । তবে টেলিভিশন দেশের জনমতকে একটি স্থিতিশীল পর্যায়ে উপনীত হতে সহায়তাকরছে । অত্যন্ত দুঃখের বিষয় যে , বাংলাদেশ টেলিভিশন স্বাধীনভাবে কখনো কাজ করতে পারেনি । ১৯৭১ সাল থেকে এ পর্যন্তএকটি বারও টেলিভিশন নিজস্ব পরিকল্পনা প্রয়োগ করে সুষ্ঠু জনমত গঠনে সক্ষম হয়নি । তবে আশার কথা , বর্তমান সরকারইতোমধ্যে টেলিভিশনের স্বায়ত্তশাসনের ঘোষণা দিয়েছে । আমাদের বিশ্বাস , এর মাধ্যমে জনগণের দীর্ঘদিনের আশা – আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এবং জনমত গঠনে টেলিভিশন গুরুত্বপূর্ণ অবদান রাখবে ।
অনুন্নত দেশসমূহের জনমত গঠনে টেলিভিশন :
অনুন্নত দেশসমূহে জনমত গঠনে টেলিভিশনের ভূমিকা অনস্বীকার্য । এসব দেশে কোনো প্রগতিশীল চিন্তা – চেতনা জনগণেরদ্বারপ্রান্তে সহজে পৌঁছাতে টেলিভিশন অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে । এ গণমাধ্যমটি তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চক্ষমতাধর পর্যায়ে প্রভাব বিস্তার করে । এছাড়া উন্নয়নশীল দেশগুলোতে টেলিশিন জনমত গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এ মাধ্যমটি জনগণের প্রায়োগিক সিদ্ধান্তকে অধিকতর সর্বজনীন করে তোলে ।
উন্নত দেশসমূহে জনমত গঠনে টেলিভিশন :
উন্নত বিশ্বে জনমত গঠনের অন্যতম মাধ্যম হিসেবে টেলিভিশনকে প্রাধান্য দেয়া হয় । কেননা , টেলিভিশনের মাধ্যমে অধিকতরক্রিয়াশীল মতবাদ সৃষ্টি করা যায় কোনো বিষয়ে জনমত যাচাইয়ের ক্ষেত্রে টেলিভিশনের প্রতি জনগণ যত বেশি সাড়া দেয় , অন্যান্য গণমাধ্যমের প্রতি তেমনটি দেয় না ।
গণতান্ত্রিক সরকার গঠনে টেলিভিশন :
টেলিভিশন গণতান্ত্রিক সরকার গঠনের একটি উৎকৃষ্ট মাধ্যম । এর মাধ্যমে রাষ্ট্রপ্রধান বা দেশের প্রখ্যাত নেতাগণ জনগণেরউদ্দেশ্যে ভাষণ ও বাণী দান করে দেশ ও সমাজের কল্যাণের লক্ষ্যে গণচেতনা ও জনমত সৃষ্টি করতে পারেন । সরকারেরউন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা ও কার্যাবলির প্রামাণ্য চিত্র প্রচার করে সরকার ও জনগণের মধ্যে একটি গভীর যোগসূত্র গড়েতোলা যায়।
উপসংহার :
মানুষের মুক্তবুদ্ধি , চিন্তা , বাক , মত ও ভাব প্রকাশের অন্যতম বাহন হলো গণমাধ্যম । টেলিভিশন এ কালের সবচেয়ে জনপ্রিয়ও শক্তিশালী গণমাধ্যম । শুধু জনমত গঠনেই নয় , টেলিভিশনের মাধ্যমে একটি জাতি বিভিন্ন বিষয়ে জ্ঞানলাভ করতে পারে ।উন্নত ফলনের জন্য চাষ পদ্ধতি কৃষকের মাঝে প্রচার করার ফলে কৃষক অনেক সচেতন । শুধু পারিবারিক ও সামাজিক জীবনেনয় , রাজনৈতিক পরিস্থিতিও বহু গুণ মিডিয়া তথা টেলিভিশন নির্ভর । এ গণমাধ্যম আজ বিশাল পৃথিবীকে মানুষের হাতেরমুঠোয় এনে দিয়েছে । তাই টেলিভিশনকে শুধু বিনোদনের সামগ্রী হিসেবে বিবেচনা না করে সরকারি প্রচেষ্টায় গণমুখী করে তুলতেপারলে এটি সুন্দর ও চমৎকার জনমত গঠনে সহায়ক হবে ।