বাংলা রচনা সমগ্র

জনমত গঠনে টেলিভিশন / জনমত গঠনে টেলিভিশনের ভূমিকা রচনা

ভূমিকা:

সাধারণ অর্থে জনমত বলতে জনসাধারণের মতামতকে বোঝায় তবে জনমতকে অবশ্যই জাতীয় স্বার্থের অনুকূলে হতে হবে সম্প্রদায়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জনগণের অভিমতের সমষ্টিই জনমত সংখ্যাগরিষ্ঠ হলেই তাদের মতামত জনমত হবে এমনকথা নয় সংখ্যালঘুদের , এমনকি একজনের মতামতও জনমত পরিণত হতে পারে এর ভিত্তি হবে সার্বিক কল্যাণ , মঙ্গল যুক্তিসঙ্গত দাবি যদি অধিকাংশ জনগণ কোনো বিষয় সম্পর্কে মতামত প্রকাশ করে এবং তা যদি নিজেদের এবং দেশেরসামগ্রিক স্বার্থের জন্য ক্ষতিকর হয় , তাহলে সে মত জনমত হতে পারে না উদাহরণস্বরূপ বলা যায় , সংখ্যাগরিষ্ঠ জনগণ যদিচায় যে , তাদের ধূমপানের অধিকার থাকা উচিত , তাহলে তা জনমত হতে পারে না যদি এক্ষেত্রে সংখ্যালঘু বা একজনেরমতামতও এর বিরুদ্ধে হয় , তাহলে তার মতই হবে জনমত তবে উক্ত মত এমন হওয়া আবশ্যক যেন সংখ্যালঘুদের জন্যওগ্রহণীয় হয় এবং তারা বিশ্বাসের সাথে মেনে নেয় যুক্তিভিত্তিক , জ্ঞানপূর্ণ , কল্যাণকামী এবং সর্বোপরি জাতীয় মঙ্গলে গঠিতমতামতকে জনমত বলা হয়

জনমত গঠনের মাধ্যম :

জনমত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় , কিন্তু তা এমনি গঠিত হয় না জনমত গঠনের জন্য কিছু বাহন প্রয়োজন এবং সেগুলো সুন্দরহওয়া দরকার কারণ এগুলােই জনমতের সঠিক অর্থ নিরূপণ করে তাই বলা হয় , “ মাধ্যম যেমন করে জনমতওতেমনিভাবে গড়ে ওঠে এগুলোর মধ্যে কিছু আছে দৃশ্যমান উপাদান এবং কিছু অদৃশ্য কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য উপাদান তবে দৃশ্যমানউপাদান যেমনরেডিও , টেলিভিশন , সভাসমিতি , সেমিনার , প্রচারাভিযান প্রভৃতিই জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকাপালন করে মূলত জনমত একটি আপেক্ষিক বিষয় , যা কেবল কূটকৌশলের মাধ্যমে অধিকতর ফলপ্রসূ করে তোলা যায়।

জনমত গঠনে টেলিভিশন :

দেশ জাতির উন্নয়নের জন্য জনমতের প্রয়ােজন রয়েছে জনমত গঠনে টেলিভিশন অনন্য সাধারণ ভূমিকা পালন করেথাকে কোনো বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে টেলিভিশনে প্রচারণা চালানো হলে তা সহজেই জনগণের দৃষ্টি আকর্ষণ করে জনগণ বিচারবিশ্লেষণ করে সে বিষয়ের প্রতি তাদের মতামত প্রদান করে টেলিভিশন বিভিন্ন অস্পষ্ট ধারণাকে জনগণেরসামনে স্পষ্ট করে তুলে ধরে যার ফলে জনমত হয়ে ওঠে প্রায়োগিক গতিশীল জনমত গঠনের ক্ষেত্রে টেলিভিশন তিনটিভূমিকা পালন করে

যেমন:

. জনগণের বিভ্রান্তি দূর করে

. জনগণের মাতমত স্পৃহাকে অধিকরত জোরালো করে

. জনগণকে সচেতন আত্মপ্রত্যয়ী করে তোলে

বাংলাদেশে জনমত গঠনে টেলিভিশন :

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এদেশের মানুষ এখনো পুরানো ধ্যানধারণা দ্বারা প্রভাবিত তাই জনমত গঠন প্রক্রিয়াটিএদেশে তেমন সাফল্য অর্জন করতে পারেনি তবে টেলিভিশন দেশের জনমতকে একটি স্থিতিশীল পর্যায়ে উপনীত হতে সহায়তাকরছে অত্যন্ত দুঃখের বিষয় যে , বাংলাদেশ টেলিভিশন স্বাধীনভাবে কখনো কাজ করতে পারেনি ১৯৭১ সাল থেকে পর্যন্তএকটি বারও টেলিভিশন নিজস্ব পরিকল্পনা প্রয়োগ করে সুষ্ঠু জনমত গঠনে সক্ষম হয়নি তবে আশার কথা , বর্তমান সরকারইতোমধ্যে টেলিভিশনের স্বায়ত্তশাসনের ঘোষণা দিয়েছে আমাদের বিশ্বাস , এর মাধ্যমে জনগণের দীর্ঘদিনের আশাআকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এবং জনমত গঠনে টেলিভিশন গুরুত্বপূর্ণ অবদান রাখবে

অনুন্নত দেশসমূহের জনমত গঠনে টেলিভিশন :

অনুন্নত দেশসমূহে জনমত গঠনে টেলিভিশনের ভূমিকা অনস্বীকার্য এসব দেশে কোনো প্রগতিশীল চিন্তাচেতনা জনগণেরদ্বারপ্রান্তে সহজে পৌঁছাতে টেলিভিশন অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে গণমাধ্যমটি তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চক্ষমতাধর পর্যায়ে প্রভাব বিস্তার করে এছাড়া উন্নয়নশীল দেশগুলোতে টেলিশিন জনমত গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে মাধ্যমটি জনগণের প্রায়োগিক সিদ্ধান্তকে অধিকতর সর্বজনীন করে তোলে

উন্নত দেশসমূহে জনমত গঠনে টেলিভিশন :

উন্নত বিশ্বে জনমত গঠনের অন্যতম মাধ্যম হিসেবে টেলিভিশনকে প্রাধান্য দেয়া হয় কেননা , টেলিভিশনের মাধ্যমে অধিকতরক্রিয়াশীল মতবাদ সৃষ্টি করা যায় কোনো বিষয়ে জনমত যাচাইয়ের ক্ষেত্রে টেলিভিশনের প্রতি জনগণ যত বেশি সাড়া দেয় , অন্যান্য গণমাধ্যমের প্রতি তেমনটি দেয় না

গণতান্ত্রিক সরকার গঠনে টেলিভিশন :

টেলিভিশন গণতান্ত্রিক সরকার গঠনের একটি উৎকৃষ্ট মাধ্যম এর মাধ্যমে রাষ্ট্রপ্রধান বা দেশের প্রখ্যাত নেতাগণ জনগণেরউদ্দেশ্যে ভাষণ বাণী দান করে দেশ সমাজের কল্যাণের লক্ষ্যে গণচেতনা জনমত সৃষ্টি করতে পারেন সরকারেরউন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা কার্যাবলির প্রামাণ্য চিত্র প্রচার করে সরকার জনগণের মধ্যে একটি গভীর যোগসূত্র গড়েতোলা যায়।

উপসংহার :

মানুষের মুক্তবুদ্ধি , চিন্তা , বাক , মত ভাব প্রকাশের অন্যতম বাহন হলো গণমাধ্যম টেলিভিশন কালের সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী গণমাধ্যম শুধু জনমত গঠনেই নয় , টেলিভিশনের মাধ্যমে একটি জাতি বিভিন্ন বিষয়ে জ্ঞানলাভ করতে পারে উন্নত ফলনের জন্য চাষ পদ্ধতি কৃষকের মাঝে প্রচার করার ফলে কৃষক অনেক সচেতন শুধু পারিবারিক সামাজিক জীবনেনয় , রাজনৈতিক পরিস্থিতিও বহু গুণ মিডিয়া তথা টেলিভিশন নির্ভর গণমাধ্যম আজ বিশাল পৃথিবীকে মানুষের হাতেরমুঠোয় এনে দিয়েছে তাই টেলিভিশনকে শুধু বিনোদনের সামগ্রী হিসেবে বিবেচনা না করে সরকারি প্রচেষ্টায় গণমুখী করে তুলতেপারলে এটি সুন্দর চমৎকার জনমত গঠনে সহায়ক হবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button