বাংলা রচনা সমগ্র

দৈনন্দিন জীবনে বিদ্যুৎ রচনা

  1. ভূমিকা :

বিজ্ঞান নির্ভর আজকের সভ্যতায় বিদ্যুৎ এক অত্যাশ্চর্য নিয়ামক শক্তি বিদ্যুতের আবিষ্কারে মানব সভ্যতার ইতিহাসে সূচীতহয়েছে এক কালজয়ী অধ্যায় কিন্তু বিদ্যুৎ ছাড়া প্রযুক্তি অচল বিধায় প্রগতির চাকাও থমকে দাঁড়ায় বিদ্যুতের কল্যাণেইআজকের বিশ্ব সমৃদ্ধির স্বর্ণশিখরে উপনীত হয়েছে মোটকথা , আজকের সভ্যতার চালিকাশক্তি বিদ্যুৎভবিষ্যৎ মানুষের স্বপ্নেরভুবন নির্মাণের মূলেও রয়েছে বিদ্যুৎ বিদ্যুৎবিহীন বিশ্বসমাজ অকল্পনীয় , অস্তিত্বহীন

বিদ্যুতের আবিষ্কার :

বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারের ধারাবাহিকতায় বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বিদ্যুৎ শক্তি আবিষ্কার করেন আর বিদ্যুৎশক্তির প্রয়োগে কৌশল কার্যকর করেন বিজ্ঞানী টমাস আলভা এডিসন বর্তমান সভ্যতার বিকাশ অগ্রগতি সাধন ফ্যারাডে এডিসনের আবিষ্কার এক অনন্য অবদান

সভ্যতার অগ্রযাত্রায় বিদ্যুতের অবদান :

বিদ্যুতের কারণেই আজ সভ্যতার এত অগ্রগতি জীবন সভ্যতার সর্বক্ষেত্রেই বিদ্যুতের অভাবনীয় অবদান নিচে এরকয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হলো:

১। দৈনন্দিন জীবনে বিদ্যুতের অবদান :

আকাশের বিদ্যুৎকে মানুষ আপন করায়ত্তে যেদিন নিয়ে এলো , সেদিন মানব ইতিহাসের এক বিরল অধ্যায়ের সূচনা হলো। সেইনতুন যুগের নামকরণ করা হলোআলোকের যুগ বা গতির যুগ আর সাথে সাথে ইতিহাসের পাতায় রচিত হলোমানব গোষ্ঠীরসুখস্বাচ্ছন্দ্য আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুতের ব্যবহার অপরিসীম এটি ছাড়া আমরা আধুনিক জীবন কল্পনাও করতেপারি না আমাদের নিত্য ব্যবহার্য যন্ত্রপাতি , যেমনবৈদ্যুতিক বাতি , পাখা , টেলিগ্রাফ , টেলিফোন , রেডিও , টেলিভিশন সবইরহস্যময় বিদ্যুৎ শক্তির বিস্ময়কর অবদান ঘরে বসে আমরা আজ দূরদূরান্তের পৃথিবীকে সহজে প্রত্যক্ষ করতে পারছি অনায়াসে তার সাথে যোগাযোগ স্থাপন করতে পারছি এমনকি রোগব্যাধি নিরাময়ের কাজেও বিদ্যুৎ লাগিয়েছে তারআরোগ্যময় হাত বিদ্যুৎ আজ রাতের অন্ধকারকে আলোকিত করছে , তাপদ গ্রীষ্মের নিদারুন অস্বস্তির অবসান ঘটিয়ে ঘুরাচ্ছেপাখা , চালাচ্ছে এয়ারকুলার , বাসগৃহকে করেছে শীততাপ নিয়ন্ত্রিত খাদ্য সংরক্ষণে রেফ্রিজারেটর , রান্নাবান্নায় বৈদ্যুতিকহিটার ওভেন , কাপড় ধুতে ওয়াশিং মেশিন , পানি গরম করতে বৈদ্যুতিক হিটারের ব্যবহার এখন খুবই জনপ্রিয় সুপরিচিত বিদ্যুৎ বিনোদনের ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা টেলিভিশন , ভিসিআর , ভিসিডি , ডিভিডি , স্যাটেলাইট ডিশ , কম্পিউটার, ভিডিও গেম প্রভৃতি ক্লান্ত অবসাদগ্রস্ত মানুষের প্রতিটি মুহূর্তকে করে তুলেছে আনন্দঘন আমাদের দৈনন্দিন জীবনেও প্রতিটিক্ষেত্রেই ছড়িয়ে রয়েছে বিদ্যুতের সক্রিয় স্পর্শ সুতরাং বিদ্যুৎকে বাদ দিয়ে আধুনিক সভ্য জীবন একেবারেই অচল

কৃষিতে বিদ্যুতের অবদান :

উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের দেশে কৃষিকাজে বিদ্যুতের ব্যাপক ব্যবহার এখনও সম্ভবপর হয় নি তবে ইতোমধ্যে বিদ্যুতেরপ্রভাব আমাদের কৃষি ক্ষেত্রেও পড়েছে সীমিত আকারে হলেও কোনো কোনো দিক দিয়ে বিদ্যুতের অবদানে আমাদের কৃষিব্যবস্থার উন্নয়ন সাধিত হচ্ছে প্রকৃতির ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে বিদ্যুতের সাহায্যে পাম্প এবং গভীর অগভীর নলকূপেরসাহায্যে পানি সেচ দেয়া হচ্ছে শস্য মাড়াই শস্য ভাঙানোর কাজ হচ্ছে বিদ্যুতের সাহায্যে চালিত কলের মাধ্যমে ফসলেরউৎপাদন বৃদ্ধির জন্য ব্যবহৃত উন্নতমানের বীজ উৎপাদন সংরক্ষণে বিদ্যুতের সহায়তা নেয়া হচ্ছে

৩। বিশ্ব উৎপাদনে বিদ্যুতের অবদান:

শিল্প উৎপাদনের ক্ষেত্রে বিদ্যুৎ আজ চমক সৃষ্টি করেছে কলকারখানায় দ্রুততর উৎপাদনের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে কেবলবৃহদায়তন শিল্পেই নয় কুটির শিল্প ক্ষুদ্রায়তন শিল্পগুলোতেও বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফলে বিশাল বিশাল সবযন্ত্রদানব আজ বিদ্যুৎ শক্তির বলে পরিণত হয়েছে মানুষের ক্রীতদাসে বৈদ্যুতিক তথা ইলেকট্রনিক প্রযুক্তির সাহায্যে ঢেলেসাজানো হচ্ছে সারা বিশ্বের উৎপাদন ব্যবস্থাকে বিদ্যুতের কল্যাণেই গড়ে ওঠেছে অত্যাধুনিক বিমান জাহাজ নির্মাণ শিল্প বিদ্যুই এখন সব উৎপাদনের মূলশক্তি

৪। পরিবহন যোগাযোগে বিদ্যুতের অবদান :

পরিবহন যোগাযোগের ইতিহাসেও বিদ্যুতের অবদান অসীম বিশ্বের আধুনিক, শহরগুলোতে আজ বিদ্যুতের সাহায্যে ট্রাম রেলগাড়ি চলছে বিশালাকৃতির যেসব জাহাজ সাগরমহাসাগর পাড়ি দিচ্ছে , যেসব ডুবোজাহাজ সমুদ্রতলে বিচরণ করছেসেগুলোও চলছে বিদ্যুৎ শক্তিতে এছাড়া বন্দরে রেলস্টেশনে বিদ্যুৎ চালিতক্রেনের সাহায্যে অতি ভারি সমস্ত মালামাল উত্তোলন নামানো হচ্ছে অন্যদিকে বিদ্যুতের সাহায্যে চালিত টেলিফোন , টেলিগ্রাফ , ফ্যাক্স , টেলেক্স , মােবাইল , মেইল , ইন্টারনেট ইত্যাদি যোগাযোগে ব্যবস্থায় বিপ্লবের সূচনা করেছে

৫। চিকিৎসাক্ষেত্রে বিদ্যুতের অবদান :

বিদ্যুতের কল্যাণে চিকিৎসাবিজ্ঞান বিস্ময়কর উন্নতি সাধিত হয়েছে এক্সরে বা রঞ্জনরশ্মির আবিষ্কারে দেহের অভ্যন্তরস্থঅবস্থা পর্যবেক্ষণ করা যাচ্ছে ইলেকট্রো,কার্ডিওগ্রাম ,আলট্রাসনো গ্রাফি , ইকো কার্ডিওগ্রাম ইত্যাদি রোগ নিরূপণ যন্ত্র এবংপরমাণু চিকিৎসাসহ বিভিন্ন ধরনের থেরাপি চিকিৎসা বর্তমানে বিদ্যুৎনির্ভর।

বিদ্যুতের প্রয়োজনীয়তা :

আধুনিক সভ্য জীবন নানাভাবে বিদ্যুৎ নির্ভর ছোট বড় কলকারখানা যানবাহন থেকে শুরু করে নিভৃত গৃহকোণ পর্যন্তবিদ্যুতের প্রভাব সঞ্চারিত সভ্যতার বিস্ময়কর দান কম্পিউটারও বিদ্যুৎ নির্ভর বিদ্যুতের অভাবে দেশের উৎপাদন বন্ধ হয়েযায় , কালকারখানা অচল হয়ে পড়ে সবচেয়ে বড় কথা , বিদ্যুতের অভাবে দেশের শৈল্পিক অগ্রগতি অর্থনৈতিক সমৃদ্ধির পথরুদ্ধ হয় বিদ্যুতের অভাবে কর্মচঞ্চল এলাকা হয়ে পড়ে স্থবির অচল এর অভাবে আধুনিক জীবন হয়ে ওঠে আতঙ্কিত তাইআধুনিক জীবনে বিদ্যুতের প্রয়োজনীয়তা অপরিসীম

বিদ্যুৎ বাংলাদেশ :

বাংলাদেশ এখনো বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে নি ফলে আমাদের অর্থনীতিতে বিরূপ প্রভাব বিস্তারকরছে অত্যধিক জনসংখ্যা , অর্থনৈতিক মেরুকরণ রাজনৈতিক অস্থিতিশীলতা পীড়িত বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি একটিবিরাট সমস্যা তদুপরি আমাদের অসচেতনতার কারণেও যথেষ্ট বিদ্যুৎ অপচয় হচ্ছে ঘাটতি অপচয় নিরসনে কতিপয়পদক্ষেপ নেয়া হলেও বিদ্যুৎ ঘাটতি অব্যাহত আছে এবং দিন দিন বিদ্যুতের চাহিদা বেড়েই চলেছে অবস্থার পরিপ্রেক্ষিতেবিদ্যুৎ উৎপাদনে কার্যকরি পদক্ষেপ গ্রহণ না করলে অর্থনৈতিকভাবে আমরা যে পিছিয়ে পড়ব এতে কোনো সন্দেহ নেই

বিদ্যুতের অপকারিতা :

আধুনিক জীবনে বিদ্যুতের অপরিসীম অবদানের পাশাপাশি কিছু কিছু অপকারিতাও রয়েছে যেমন বৈদ্যুতিক শক প্রতি বছরইকেড়ে নিচ্ছে হাজার হাজার মানুষের জীবন বৈদ্যুতিক তার থেকে বিভিন্ন স্থানে মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটছে নষ্ট হচ্ছে কোটি কোটিটাকার ঘরবাড়ি , শিল্পকারখানা মালামাল তবে আধুনিক জীবনে বিদ্যুতের অবদানের তুলনায় এর অপকারিতা খুবইনগণ্য

উপসংহার :

বিদ্যুৎ আবিষ্কারের ফলেই সভ্যতার এত দ্রুত বিকাশ ঘটেছে বিদ্যুৎ আধুনিক জীবন সভ্যতার মূল চালিকাশক্তি এটি ছাড়াউন্নত অভিলাষী জীবন কল্পনা করা যায় না বিদ্যুৎ আমাদের পরিশ্রম ভার লাঘব করে দিয়েছে , আমাদের বিশ্রামশান্তিকেপরিপূর্ণতা দান করেছে বিদ্যুতের কল্যাণেই দিন দিন নতুন নতুন আবিষ্কার সম্ভব হচ্ছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button