বাংলাদেশের নদ – নদী (রচনা)
ভূমিকা :
প্রতিটি দেশের ভৌগোলিক ও অর্থনৈতিক অবস্থার ওপর নদীর গুরুত্ব খুব বেশি । বলা যায় , নদীর অবদানেই কোনো দেশ তারনিজের অস্তিত্ব টিকিয়ে রাখে । বাংলাদেশ নদীমাতৃক দেশ । ছোট বড় অসংখ্য নদ – নদী এ দেশের বুকের ওপর জালের মতছড়িয়ে রয়েছে । এত বেশি নদ – নদী পৃথিবীর আর কোনো দেশে নেই । নদীর স্রোতধারায় বাহিত পলি দ্বারা পুষ্ট এদেশের মাটি ।ব্যবসা – বাণিজ্যের পণ্য সামগ্রী পরিবহনে এবং যাতায়াতের ক্ষেত্রেও আমাদের নদ – নদীর গুরুত্ব অপরিসীম । নদ – নদীগুলোরনাম : বাংলাদেশের প্রধান ও বড় নদী তিনটি হলো:পদ্মা , মেঘনা ও যমুনা । এছাড়া রয়েছে ছোট বড় বহু শাখা ও উপনদী ; যেমন– ধলেশ্বরী , বুড়িগঙ্গা , শীতলক্ষ্যা , আত্রাই , গড়াই , তিস্তা , সুরমা , কুশিয়ারা , বংশাই , মধুমতি , আড়িয়াল খাঁ , মাতামুহুরী এবং আরো অনেক ।
নদীর অবস্থা :
বাংলাদেশের নদীগুলো বিস্তৃত । বর্ষায় এ নদীগুলোকে সাগরের মতো বলে মনে হয় । নদীগুলো বর্ষায় পানিতে পরিপূর্ণ । হয়ে ওঠে। অত্যধিক পানিপ্রবাহে বন্যার সৃষ্টি হলে নদীগুলো ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা করে । মাঝে মধ্যে নদী অশান্ত হয়ে ওঠে । তাদেরউত্তাল তরঙ্গ অনেক সময় লণ্ডভণ্ড করে দেয় জনজীবন । সব নদীর আকৃতি ও প্রকৃতি এক নয় । কোনোটি খণ্ডিত , কোনোটিমন্থর , আবার কোনোটি দুর্বার শক্তিময়ী । বৈশাখ – জ্যৈষ্ঠে নদ – নদীর দুর্দান্ত শক্তি অনেকখানি দুর্বল হয়ে পড়ে । কোনো কোনোনদী আবার শুকিয়ে যায় । তখন নদীর বুকে জেগে ওঠে বালুচর । নানা কারণে আজ আর আমাদের নদীগুলোতে আগের মতোপানি প্রবাহ নেই । ভারত কর্তৃক গঙ্গা নদীর ওপর ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে পদ্মা শুকিয়ে যাচ্ছে । নদীবাহিত পলিতে নদীগুলোভরাট হচ্ছে । ফলে নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে । যার ফলে প্রতিকূল প্রভাব পড়ছে ভৌগোলিক পরিবেশের ওপর।
বাংলাদেশের জনজীবনে নদ – নদীর প্রভাব :
নদী বাংলাদেশের জীবনদায়িনী শক্তি । এদেশের নদ – নদীর তীরে গড়ে উঠেছে অসংখ্য , নগর , বন্দর ও শহর । এখানকারমানুষের ওপর নদীর প্রভাব অপরিসীম । নদী এদেশকে করেছে শ্যামল ও সৌন্দর্যে অপরূপা । নদীর সাথে মিশে আছে দেশেরইতিহাস । সম্ভবত কোনো এক সুদূর অতীতে নদী থেকেই উৎপন্ন হয়েছে এ শ্যামল প্রান্তর । ধন – ধান্যে পুষ্পে ভরা আমাদের এবাংলাদেশ – নদীরই দান । যুগ যুগ ধরে এদেশের বেশিরভাগ ব্যবসা – বাণিজ্য চলছে এ নদীর পথ ধরেই । আবার নদীর উত্তালতরঙ্গের সাথে সংগ্রাম করেই এদেশের মানুষকে বেঁচে থাকতে হয় । তাই লড়াই ও সংগ্রামের অভিজ্ঞতায় এদেশের মানুষনদীগুলোকে কখনো বন্ধু রূপে কখনো বা ভয়ঙ্কর শত্রু রূপে কল্পনা করে । বাংলাদেশের মানুষের জীবনে নদ নদীগুলোর প্রভাবঅস্বীকার করা যায় না ।
নদীর সৌন্দর্য :
বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ । নদীগুলো দেশের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে । একেক ঋতুতে নদীগুলো একেক রূপধারণ করে । শীতে এদের এক রূপ , গ্রীষ্মে আবার অন্যরূপ ; কিন্তু বর্ষায় সম্পূর্ণ ভিন্নরূপ । বর্ষায় বাংলার নদীগুলো হয়ে ওঠে পূর্ণযৌবনা । নদীগুলো পানিতে ভরে ওঠে আপনদেহের সৌন্দর্য বৃদ্ধি করে । আবার কানায় কানায় পূর্ণ হয়ে দু‘তীরে প্লাবিত করে সৃষ্টিকরে বন্যার পানিতে মগ্ন নদীর ঘাট , তীরবর্তী ভূমি , লোকালয় এবং বন্যা প্লাবিত গ্রামগুলোকে তখন দ্বীপের মতো মনে হয় ।ধানের শিষগুলো জলের পরশে শ্যামল হয়ে মৃদু বাতাসে দুলতে থাকে । প্লাবিত বন্যার পানিতে চলে সোনার তরীর আনাগোনা ।ছোট ছেলেমেয়েরা কলার ভেলায় সাগর পাড়ি দেয়ার আনন্দ অনুভব করে । আবার শরতে নদীগুলো শান্ত হয়ে ওঠে এবং পানিরপরিমাণও অনেকটা কমে যায় । তখন শুভ্র আকাশ মেঘের পর্দা সরিয়ে নদীগুলোর দিকে অতৃপ্ত নয়নে তাকিয়ে থাকে । ধানেরওপর বাতাসের ঢেউ , কূলে কূলে ভরা নদীর তীরে কাশফুলের শ্বেতশুভ্র হাসির তরঙ্গ বাস্তবিকই মনকে উদাস করে ।
নদীর সম্পদ :
নদীর প্রধান সম্পদ পানি ও মাছ । আমাদের প্রধান খাদ্য ভাত ও মাছ । দেশের নদীগুলো থেকেই আমরা শতকরা আশি ভাগমাছ পেয়ে থাকি । ইলিশ , চিংড়ি , রুই , কাতল , চিতল , পাঙ্গাস প্রভৃতি মাছ ও কচ্ছপ রপ্তানি করে আমরা মূল্যবান বৈদেশিকমুদ্রা অর্জন করে থাকি ।
উপকারিতা :
নদী আমাদের দেশের প্রাণ । নদীই এদেশকে সুজলা – সফলা শস্য – শ্যামলা সোনার বাংলাদেশ রূপে গড়ে তুলেছে । নদীআমাদের চাষের জমিতে বয়ে আনে পলি , করে উর্বর , যোগায় সেচের পানি , সরবরাহ করে পর্যাপ্ত মাছ । দেশের আভ্যন্তরীণযাতায়াত , মালামাল পরিবহন ও ব্যবসা – বাণিজ্যের অধিকাংশই নদীপথে হয়ে থাকে । নদীই আমাদের জীবনকে করে গতিময় ওপ্রাণবন্ত ।
অপকারিতা :
নদীতে বন্যা হলে জমির ফসল , রাস্তা – ঘাট , গ্রাম এমনকি শহর পর্যন্ত পানিতে ডুবে যায় । ফলে মানুষের চলাচলের ভীষণঅসুবিধা হয় । সর্বোপরি মানুষ নানা রোগে জর্জরিত হয়ে পড়ে । বন্যার পানিতে ফসলের ক্ষতি হয় , কিন্তু উপকারের তুলনায়এসব ক্ষতি অতি নগণ্য ।
উপসংহার :
নদী আমাদের জীবনকে করেছে নিয়ন্ত্রিত , দেশকে করেছে সমৃদ্ধ এবং মানুষকে করেছে উন্নয়নশীল । তাই সরকার যদি এনদীগুলোর গতি – প্রকৃতি পর্যবেক্ষণ , প্রয়োজনে পুনঃখনন ও সংস্কারের ব্যবস্থা গ্রহণে এগিয়ে আসেন তবেই বাংলাদেশের উন্নতিহবে । নদীর উপরই নির্ভর করছে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি।