ভার্সিটি লাইফ book pdf – মাহবুব নাহিদ
বইয়ের নাম |
ভার্সিটি লাইফ |
লেখক |
মাহবুব নাহিদ |
ক্যাটাগরি |
আত্নউন্নয়নমূলক |
ফরম্যাট |
পিডিএফ ফাইল |
দেশ |
বাংলাদেশ |
ভার্সিটি লাইফ বই রিভিউ:
ভার্সিটি লাইফ বইটি কেমন বই? বইটি আসলে একটি আত্নউন্নয়নমূলক বই। বইটি বাস্তবধর্মী একটি বই তাই নিজের জীবন এরসাথে অনেকটাই মিল পাবেন ।
ভার্সিটিতে ভর্তি হয়েই আমরা নিজেকে অনেক কিছু মনে করে ফেলি , মনে করি আমরা অনেক বড় হয়ে গেছি ।
তখন প্রথম কয়েকবছর সে শুধু স্বপ্নের মাঝে কাটিয়ে দেয়। নতুন বন্ধুদের সাথে আড্ডা, ছাত্ররাজনীতিতে প্রবেশ, বিপরীত লিঙ্গেরপ্রতি তীব্র আকর্ষণ এভাবে সময় চলে যায়।এরকম মনোভাবের জন্য আমরা অনেকসময় ভুল করে বসি । যার মাশুল আমাদেরপরবর্তী জীবনে ঠিকই দিতে হয় ।
বিশ্ববিদ্যালয় বা কলেজ পড়ুয়া একজন শিক্ষার্থীর জন্য একজন মেন্টর বা একজন আদর্শবান বড়ভাই।
সূচিপত্র
১. ক্যাম্পাসের প্রথম বেলায় ভুলগুলো
২. সকালবেলা
৩. রাতে ঘুমানোর আগে
৪. যা যা না করলে বিপদ
৫ , করলে ভীষণ বিপদ
৬. গেটাপ – মেকাপ
৭. আমরা সবাই বিসিএস হবৌ
৮. Backbencher
৯.In a / many relationship
১০. তর্ক , বিতর্ক নাকি ঝগড়া
১১. জীবনটা লােকের না
১২. Shortcut
১৩. বিজয়ী বনাম বিজিত
১৪. বইপড়া
১৫. আসোএকটা প্ল্যান করা যাক
১৬. নিজের পরীক্ষা নিজে নাও
১৭.Dr. Phil’s 10 Life Laws
১৮. চাকরি – বাকরি এখনই
১৯. Co – curricular
২০. আচরণ – ব্যবহার – অভ্যাস
২১. বদভ্যাস দূর করতে হবে ?
২২. কাল আর আসে না ।
২৩. সমালোচনা ও সমালোচক
২৪. খাদ্যাভ্যাস
২৫. সত্য বলা , না বলা ।
২৬. আমি নিজেই নিজের বাধা
২৭. প্রযুক্তি
২৮. Priority
২৯ , আয়নাবাজি
৩০ , মাদক
৩১. ভুল স্বীকার
৩২. ইতিবাচক চিন্তা
৩৩. পড়ার সিস্টেম
৩৪.Make a mentor
৩৫. Motivation
৩৬. ভার্সিটি থেকে বের হওয়ার আগে
৩৭ , জানতে হবে সব
৩৮. যত গর্জে , তার চেয়ে বেশি বর্ষে
৩৯. Exam- এর আগের Night
৪০.United we stand , divided we fall
৪১. স্বপ্ন ও বাস্তব ।
৪২. স্মৃতিশক্তি নিয়ে কিছু কথা
৪৩. ইংলিশ লাগবেই
৪৪. কিছু সূত্র শিখি
৪৫. হতে হবে সবার
৪৬. Personal development
৪৭. Presentation skills
৪৮. Listening skills
৪৯.Communication skills
৫০. Career planning
৫১. Confidence building
৫২. Critical and creative thinking
৫৩. Be Proactive
৫৪. Innovative mind
৫৫. Interview
৫৬. Writing skills
৫৭. Leadership skills
৫৮. Problem solving skills
৫৯. Knowledge management yo
৬০.Team management
৬১. Time management
৬২. Make yourself a brand yo .
৬৩.Don’t miss the free hit
৬৪. সূত্রমিনি খেলা
৬৫. Control something
৬৬. Execution / Operation
৬৭. সিভি লাগবে !!
৬৮. Brain Storming
৬৯. Find your actual potential
৭০. Home sour home
৭১. Procrastination
৭২. ছাত্র রাজনীতি
৭৩. কিছু গুরুত্বপূর্ণ উক্তি যা জীবনে কাজে দিবে
৭৪. কিছু সফলদের ব্যর্থতা
নিচে বইটির কিছু অংশ তুলে ধরা হলো:
ক্যাম্পাসের প্রথম বেলায় ভুলগুলো বাহ্যিকতা :
ক্যাম্পাসে প্রথমে গিয়েই আমরা যে ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করি সেটাই সকলের মনে গেঁথে যায় । বিশেষ করে শিক্ষকদের চোখেপড়ে । একজন ছাত্রের যদি প্রথমেই পড়ুয়া ভাব বা জ্ঞানপিপাসু ভাব দেখা যায় শিক্ষকরা তাদেরকে ভালো চোখে দেখেন । তাইপ্রথমেই নিজেকে খারাপভাবে প্রকাশ না করাই ভালো। অনেকেই নিজেকে জাহির করার চিন্তায় উঠে – পড়ে লেগে যায় । নিজেকেসকলের কাছে জানান দেয়ার জন্য নানান কৌশল অবলম্বন করে । কৌশল অবলম্বন করা হোক সেটা ব্যাপার না । কিন্তু সেটাযেন খারাপ দিক দিয়ে না হয় । ছেলেটা দেখতে দারুণ এটাও যেমন সকলকে চেনানোর মন্তব্য আর ছেলেটা চরম এলোমেলো– এটাও চেনানোর উপায় । বেছে নিতে হবে নিজেকেই যে আমি কোন পন্থায় যাবো ।
রুম – রুমমেট :
কার সাথে রুমে উঠবে আর কোন রুমে উঠবে এটা বড় একটা সিদ্ধান্ত । কারণ , নিজের রুমের আশেপাশে ভালো লোকজন নাথাকলে বা রুমমেট ভালো না হলে চরম বিপদ হয়ে যায় । এমনকি বিপথে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় । অনেক সময় নিজের রুমনিজে পছন্দ করার সুযোগ থাকে না । তবে যদি সুযোগ থাকে তবে সুযোগ কাজে লাগাতেই হবে । অবশ্যই রুমমেট অপরিচিত হলেসে মাদকাসক্ত কিনা আর আগের পরীক্ষার রেজাল্ট জেনে নেওয়া ভালো । প্রথমে এই দুইটা জিনিস জেনে নিলে অনেকটাসমস্যার সমাধান হয়ে যাবে । আর যদি রুম বা রুমমেট নিজের পছন্দ করার সুযোগ না থাকে তাহলে ওঠার পরে জানতে হবেরুমমেটদের অবস্থা । যদি মনঃপূত না হয় তবে রুম পরিবর্তন করার চেষ্টা করতে হবে ।
পোশাক :
পোশাক মানুষের ব্যক্তিত্বের অন্যতম বড় একটা পরিচয় বহন করে । অনেকেই ভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে রংচঙে কিছু পোশাকপরা উচিত । কিন্তু ফ্যাশন করতে গিয়ে অনেকেই কুরুচিপূর্ণ পোশাক পরে সকলের কাছে ভিন্নভাবে নজরে আসে ।
বন্ধু :
বন্ধু অনেক বড় একটা বিষয় । মানুষ তার বন্ধুর বৈশিষ্ট্য দ্বারা চরমভাবে প্রভাবিত হয় । বন্ধুর কারণে কেউ হয়ে যেতে পারেমাদকাসক্ত কিংবা কেউ হয়ে যেতে পারে ক্লাসের সেরা ছাত্র । তাই বন্ধু নির্বাচনে হওয়া উচিত সতর্ক । অনেকে আবার ছেলে হলেমেয়ে বন্ধু কিংবা মেয়ে হলে ছেলে বন্ধু বানিয়ে ঘােরাঘুরি আর মজা – মাস্তিতেই সময় নষ্ট করে ফেলে । বড়ভাই : ভার্সিটিতে গিয়েবিভিন্ন কারণেই সিনিয়রদের সহযােগিতার প্রয়োজন পড়ে । অনেক বড় ভাই বা আপুরা বলবে পড়াশোনার কোনো দরকার নাই। পরীক্ষার আগের রাতে পড়েই ভালো রেজাল্ট করা যায় ইত্যাদি । বুঝতে হবে এরা নিশ্চিত অপরাজনীতি কিংবা মাদকের দিকেঠেলে দিবে । বড় ভাই বা বোন নির্বাচনেও হতে হবে বিশেষ সতর্ক |
ক্লাসরুম :
ক্লাসরুমে নিজের প্রবেশ অনেক গুরুত্বপূর্ণ বিষয় । অনেকেই ভাবে ক্লাসে কিছুই হয় না । সামনে বসলে মজা নেই । স্যারের কথায়উত্তর দেয়া ঝামেলা বা স্যারকে প্রশ্ন করা ঝামেলা । এরাই বিপদে পড়ে থাকে । তাই ক্লাসরুমে নিজেকে পজেটিভ হয়ে উপস্থাপনকরতে হবে ।
অবহেলা :
অনেকেই ভার্সিটিতে ভর্তি হয়ে গায়ে বাতাস লাগিয়ে চলে । পড়লে পড়লাম , ক্লাস করলে করলাম , পরীক্ষা ইচ্ছা হলে দিলাম , পড়ে দিলাম কি না পড়ে দিলাম তার কোনো খোঁজ থাকে না । এসবই ডেকে আনতে পারে বিপদ।
সহশিক্ষা :
অনেকেই শুধু দিনরাত পড়াশোনার মাঝে ডুবে থাকে । কিন্তু পড়াশোনার মাঝে বিনোদন এবং বিভিন্ন স্কিলের জন্য প্রয়োজনসহশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত থাকা । তবে সেটা আবার পড়ালেখা বাদ দিয়ে নয় । অনেকেই সহশিক্ষাকেই মূল কার্যক্রমবানিয়ে ফেলে ।
খাওয়া – দাওয়া :
ভার্সিটিতে নতুন গিয়েই খাওয়া – দাওয়ায় অনিয়ম করে অনেকেই বাধিয়ে ফেলে বিভিন্ন রাগ । তাই প্রথম থেকেই খাওয়ার ব্যাপারেসচেতন হওয়া প্রয়োজন ।
নিজের সিদ্ধান্ত নিজে না নেওয়া :
যেহেতু বিশ্ববিদ্যালয়ে আমরা নতুন সেহেতু কোনো একটা সমস্যায় পড়লে আমরা সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধান্বিত হবে এটাইস্বাভাবিক । অন্যের কাছে পরামর্শ চাইতে হবে , বিশেষ করে বড়দের । কিন্তু ব্যাপার হচ্ছে জীবনটা তো ভাই আমার । যে কেউএকটা পরামর্শ দিলো আর আমি তাতে ঝাঁপিয়ে পড়লাম তা হবে না । অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে নিজের মনের কাছে জিজ্ঞেসকরে । নিজের মন যেটা বলবে সেটা করাই ভালো । তাহলে পরে আফসোসের জায়গা থাকবে না । অন্য কেউ হয়তো ভালোপরামর্শ দিচ্ছে বলে মনে হতে পারে । তাহলে নিজেই একটু তার পরামর্শের feasibility analysis করা যেতে পারে । সমস্যাকে ধরেতার প্রতিকার করে কী কী ফলাফল আসতে আসতে পারে তা একবার ঠান্ডা মাথায় ভেবে নেয়া উচিত ।
রিলেশন :
অনেকেই মনে করে– ভার্সিটিতে ভর্তি হয়েছি একটা প্রেম করলে কেমন দেখায় ! এটা একদম ফালতু চিন্তা , এসব চিন্তা মাথা থেকেঝেড়ে ফেলতে হবে । ভার্সিটিতে ভর্তি হয়েছি এখন নিজের ক্যারিয়ার গোছানোই আমার মূল লক্ষ্য হবে , অন্য কিছু নয় । বাকিসব পরে দেখা যাবে । এখানে খুব বেশি বিস্তারিত গেলাম না , কারণ পরে বিভিন্ন চ্যাপ্টারে এইসবের বিশদ বর্ণনা দেয়ার চেষ্টাকরেছি ।