বাংলা রচনা সমগ্র

মানবজীবনে শৃঙ্খলাবোধ ও নিয়মানুবর্তিতা (বাংলা রচনা)

ভূমিকা :

পৃথিবী একটি নিয়মের রাজত্ব শৃঙ্খলা নিয়মানুবর্তিতা মানবজীনের এক ধরনের কল্যাণমুখী বন্ধন প্রতিকূল প্রাকৃতিকপরিবেশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শৃঙ্খলার নানা অদৃশ্য বন্ধন তৈরি করেই মানুষ অর্জন করেছে প্রাণিজগতে শ্রেষ্ঠত্বের আসন, গড়ে তুলেছে বিস্ময়কর সমাজসভ্যতা সমাজবদ্ধ জীবনযাপনে মানুষকে পালন করতে হয় নানাবিধ সামাজিক দায়িত্বএবং মেনে চলতে হয় বহুবিধ আইন ব্যক্তিজীবনের সুষ্ঠু বিকাশে অনুসরণ করতে হয় সঠিক আদর্শ তার প্রতিটি কর্মের জন্যপ্রয়োজন হয় সুষম সমন্বয়ের এভাবে ব্যক্তিজীবনে গড়ে ওঠে শৃঙ্খলবোধ এবং তার ভিত্তিতেই গড়ে ওঠে সুশৃঙ্খল জাতি।

নিয়মানুবর্তিতার প্রয়োজনীয়তা :

জীবনের সর্বস্তরে তথা সামাজিক , পারিবারিক , রাষ্ট্রীয় জীবনে , খেলার মাঠে , কলকারখানায় , অফিসে , দোকানে , ট্রেনে , বাসে, হাসপাতালে , বিমানে প্রভৃতি ক্ষেত্রে নিয়মানুবর্তী হওয়া অত্যাবশ্যক নিয়মশৃঙ্খলার অভাবে অনেক সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানওধ্বংস হয়ে যায় খেলার মাঠে এবং যুদ্ধের ময়দানে নিয়ম পালন না করলে পরাজয় অনিবার্য সুতরাং নিয়মানুবর্তিতা বাশৃঙ্খলাবোধের প্রয়োজনীয়তা অপরিহার্য

প্রকৃতিতে নিয়মানুবর্তিতা :

প্রকৃতি প্রাণিজগতের সর্বত্র নিয়মের রাজত্ব চলছে নিয়ম না মানলে প্রাণিজগত হয়ে ওঠে বিশৃঙ্খল পাখিরা ভোরবেলা জেগেগান করে , দিনে খাদ্যান্বেষণে ঘুরে বেড়ায় , রাতে বিশ্রাম করে এদের সবকিছুই নিয়মমাফিক হয়ে থাকে আবার যারা নিশাচরপ্রাণী তারা রাতকে করে তুলে জীবনবিকাশের মুহূর্ত , দিনে থাকে নিষ্ক্রিয় মৌমাছি , পিপীলিকা দল বেঁধে তাদের নেতার নির্দেশমেনে চলে মৌমাছি চমৎকার মৌচাক নির্মাণ করে সুশৃঙ্খলভাবে জীবনযাপন করে গ্রহ , তারানিহারিকা নিয়ম মেনে নিজনিজ কক্ষপথে আবর্তিত হয় দিবারাত্রির সংঘটন , ঋতুচক্র সবকিছুই নিয়মের অধীন

সমাজজীবনে নিয়মানুবর্তিতা :

নিয়ম ছাড়া সামাজিক জীবন চলতে পারে না বিভিন্ন সামাজিক আচারঅনুষ্ঠান ; যেমনবিবাহ , পূজা পার্বণ , খাওয়াপরাসবকিছুই নিয়ম অনুযায়ী হয়ে থাকে নিয়ম না থাকলে সমাজে শান্তিশৃঙ্খলা থাকে না সমাজে কঠোর নিয়ম শৃঙ্খলা আছেবলেই আমরা আত্মীয়স্বজন , বন্ধুবান্ধব মিলে সুখেস্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারি মোটকথা , নিয়মানুবর্তিতা শৃঙ্খলাবোধ সমাজজীবনকে সুন্দর করে তোলে।

মানবজীবনে নিয়মানুবর্তিতা :

মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব অন্যান্য প্রাণী থেকে তার পার্থক্য হচ্ছে , সে বুদ্ধিমান নিয়মের পূজারী নিয়মানুবর্তিতা বাশৃঙ্খলাবোধ না থাকলে মানবজীবন হয়ে ওঠে বিষময় নিয়ম না থাকলে অবস্থা হতোজোর যার মুলুক তার নিয়মানুবর্তিতাইমানবজীবনকে সুন্দর সার্থক করে তোলে যে ব্যক্তি যথানিয়মে নিজ কর্তব্য সম্পাদন করে তার উন্নতি অবধারিত

ছাত্রজীবনে নিয়মানুবর্তিতা :

ছাত্রজীবনে নিয়মানুবর্তিতার প্রয়োজন সর্বাধিক নিয়মানুবর্তিতা শিক্ষা চর্চার উপযুক্ত সময় হচ্ছে ছাত্রজীবন। একজন ছাত্রকেনিয়মমাফিক লেখাপড়া করতে হয় , সময়মতো পরীক্ষা দিতে হয় এভাবে নিয়ম পালনে তাকে অভ্যস্ত হতে হয় নিয়ম মানাছাড়া ছাত্রজীবনে সার্থকতা লাভ অসম্ভব খেলার সময় খেলা , পড়ার সময় পড়ার নিয়ম না মানলে ছাত্রজীবনে সার্থকতা আসেনা।

জাতীয় জীবনে নিয়মানুবর্তিতা :

যেকোনো জাতির উন্নতির চাবিকাঠি হচ্ছে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা করা উচ্ছল ঐক্যহীন জাতি সংহতিরঅভাবে দুর্বল হয়ে পড়ে এবং বিশ্ব দরবারে সম্মানের আসন লাভ থেকে বঞ্চিত হয় দেশে আইনের শাসন রক্ষায় নাগরিকদেরশৃঙ্খলাবোধ জরুরি পৃথিবীর অনেক দেশ জাতীয় সংহতি তথা নিয়মশৃঙ্খলার অভাবে কাঙ্ক্ষিত সমৃদ্ধি অর্জন করতে ব্যর্থহয়েছে

যুদ্ধক্ষেত্রে নিয়মানুবর্তিতা :

শুধু সৃষ্টিশীলতা , আবিষ্কার বা অভিযানের ক্ষেত্রে নয় , যুদ্ধক্ষেত্রেও নিয়মের প্রয়োজন রয়েছে সেনাবাহিনীতে যে বিষয়টির ওপরবিশেষ গুরুত্ব দেয়া হয় তা হলে কঠোর নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলা এই নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলার ফলেই যুদ্ধক্ষেত্রে জয়লাভকরা সম্ভব আর শৃঙ্খলা ভেঙে গেলে পরাজয়ের গ্লানি অনিবার্য পলাশীর যুদ্ধে যে যুদ্ধে বাংলার ভাগ্যসূর্য অস্তমিত হয় ইংরেজ সৈন্যদের মধ্যে এই শৃঙ্খলা ছিল বলেই তারা জয়লাভ করতে সমর্থ হয়েছিল পক্ষান্তরে , নাবাব সৈন্যদের মধ্যে শৃঙ্খলাভেঙে যায় বলেই নবাব সিরাজউদদৌলাকে রণক্ষেত্র থেকে পালিয়ে আসতে হয়েছিল

নিয়মানুবর্তিতা ভঙ্গের পরিণতি :

নিয়ম ভঙ্গের পরিণতি সর্বদাই অশুভ শুধু প্রকৃতিতে নয় , মানবজীবনেও সত্য ব্যক্তি , সমাজ কিংবা জাতীয় জীবনেরযেকোনো ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম ঘটলে বিপর্যয় অবশ্যম্ভাবী মহানবি ( ) –এর নির্দেশ অমান্য করে মুসলিম বাহিনী ওহুদেরযুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কারণে চরম বিপদের সম্মুখীন হয়েছিল নিয়মানুবর্তিতার অভাবে প্রতিভাবান মানুষের জীবনও ব্যর্থ হয়েযায় মোটকথা , নিয়মানুবর্তিতার অভাব শুধু জীবনের গ্লানিই বাড়ায়

উপসংহার :

নিয়মানুবর্তিতা পাশ্চাত্য জাতিসমূহের একটি মহৎ চারিত্রিক গুণ সেজন্য সবদিক দিয়ে তারা সমৃদ্ধ শক্তিতে , ধনে , মানে , জ্ঞানে তারা শ্রেষ্ঠত্বের অধিকারী আমাদের জাতীয় চরিত্র নিয়মানুবর্তিতার অভাবে দুর্বল হয়ে পড়ে তাই জাতীয় উন্নতিরআকাঙ্ক্ষা থাকলে আমাদের প্রত্যেকেরই নিয়মানুবর্তী হওয়ার শিক্ষা লাভূ করতে হবে ছাত্রজীবনে শৃঙ্খলা বজায় রেখে কাজকর্মকরার অভ্যাস গড়ে তোলা একান্ত দরকার দায়িত্ব কর্তব্যকর্মে অবহেলা না করে জীবনের সর্বক্ষেত্রে শৃঙ্খলাবোধ আনয়ন করাঅপরিহার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button