বাংলা রচনা সমগ্র

লাইব্রেরি / গ্রন্থাগারের প্ৰয়োজনীয়তা বাংলা রচনা

ভূমিকা :

পুস্তকের শ্রেণিবদ্ধ সংগ্রহকে লাইব্রেরি বা গ্রন্থাগার বলা হয় সর্বপ্রকার জ্ঞানকে একত্রিত করে স্থায়িত্ব দানের অভিপ্রায় থেকেগ্রন্থাগারের সৃষ্টি এক ব্যক্তির পক্ষে সর্ববিদ্যাবিশারদ হওয়া অসম্ভব বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিদ্যায় পারদর্শিতা লাভ করে আবার যে ব্যক্তি যেবিদ্যায় পারদর্শিতা লাভ করে , তার সবটুকু কোনো মস্তিষ্কে ধারণ করা তার পক্ষে সম্ভব হয় না তাইপ্রয়োজন এমন কোনো উপায় উদ্ভাবনের , যার বদৌলতে প্রয়োজন অনুযায়ী সমস্ত বিষয়ের একটা মোটামুটি জ্ঞান লাভ করা যায় ফলে গ্রন্থাগারের বা লাইব্রেরির সৃষ্টি

প্রকারভেদ :

লাইব্রেরি বা গ্রন্থাগার চার প্রকার যথাব্যক্তিগত , পারিবারিক , সাধারণ ভ্রাম্যমাণ গ্রন্থাগার ব্যক্তিগত গ্রন্থাগার : ব্যক্তিগতগ্রন্থাগার ব্যক্তিমনের খেয়ালখুশি মতো গড়ে ওঠেতা হয়ে থাকে ব্যাক্তির মনের প্রতিবিম্ব ব্যক্তি যেধরনের রচনা ভালোবাসেতার প্রাচুর্য আর যে ধরনের রচনা পছন্দ করে না তার অনুপস্থিতি হয়ে থাকে ব্যক্তিগত গ্রন্থাগারের বৈশিষ্ট্য এখানে ব্যক্তিস্বেচ্ছাচারী সম্রাট , খেয়ালখুশি মতো গড়ে তোলে তার কল্পনার তাজমহল কাব্যপ্রেমিক হলে কাব্যগ্রন্থ দিয়ে , কথা  সাহিত্যপ্রেমিকহলে কথাসাহিত্য দিয়ে , ইতিহাসপ্রিয় হলে ঐতিহাসিক গ্রন্থ দিয়ে সে সাজিয়ে তোলে তার টেবিল , আলমারির শেল্ফ সবকিছু কারো বাধা দেবার অধিকার এখানে নেই , আপত্তি করার দাবি নেই , উপদেশ দেবার প্রয়োজনীয়তা নেই এখানে সে স্বাধীন , স্বতন্ত্র

পারিবারিক গ্রন্থাগার :

ব্যক্তিগত গ্রন্থাগার যেমন ব্যক্তির ইচ্ছার প্রতিবিম্ব , পারিবারিক গ্রন্থাগার তেমনি পরিবারের অন্তর্গত ব্যক্তিসমূহের সমষ্টিগত ইচ্ছারপ্রতিচ্ছায়া ওখানে যেমন একের রুচির ওপর বহুর অত্যাচার অশোভন , এখানেও তেমনি একের রুচির ওপর একের জবরদস্তিঅন্যায় দশ জনের রুচির দিকে নজর রেখেই পারিবারিক গ্রন্থাগার সাজাতে হয়

সাধারণ গ্রন্থাগার :

সাধারণ গ্রন্থাগার আধুনিক জিনিস কারণ যে জ্ঞানার্জন স্পৃহা থেকে পাঠাগারের জন্ম , ব্যাপকভাবে তার জাগরণ অপেক্ষাকৃতহালের ব্যাপার বলেই মনে হয় কিন্তু সাধারণের পুস্তক কেনা যে কি রকম দুঃসাধ্য ব্যাপার , তা ধারণা করা সহজ পুস্তকেরব্যাপারেও সমবায়নীতির প্রবর্তন আবশ্যক অর্থাৎ এক্ষেত্রেও দশে মিলে কাজ না করলে সার্থকতা লাভ করা অসম্ভব ব্যাপারে দশের মিলিত ফলস্বরূপ যা পাওয়া যায় তাকেই সাধারণ লাইব্রেরি বলা হয় অবশ্য সাধারণ লাইব্রেরি ব্যক্তির দানওহতে পারে তবে ব্যক্তিগত প্রভাবের চাইতে সাধারণের প্রভাবই সেখানে বলবৎ হতে বাধ্য

ভ্রাম্যমাণ গ্রন্থাগার :

ভ্রাম্যমাণ গ্রন্থাগার সাম্প্রতিক কালের সৃষ্টি অনেকে সুনির্দিষ্ট গ্রন্থাগারে গিয়ে পড়াশুনার সুযোগ পান না কোনো নির্দিষ্টগ্রন্থাগারের দূরত্বের জন্যও অনেকে যেতে অক্ষম তখন ওই গ্রন্থাগারের বা প্রকাশনার বই লাইব্রেরির মতো সাজানো বড় গাড়িতেকরে কাছাকাছি জায়গায় পৌছে যায় এই ভ্রাম্যমান লাইব্রেরি থেকে নির্দিষ্ট পাঠকরা তখন বই ধার নিতে পারেন এখানেএকজন লাইব্রেরিয়ান আসেন তিনি বই ধার দেন ঢাকারবিশ্বসাহিত্য কেন্দ্রবাংলাদেশে ভ্রাম্যমান গ্রন্থাগার চালু করেছে গ্রন্থাগার শিশুকিশোরদের খুব প্রিয় গ্রন্থাগার মানসিক সৌন্দর্যের পরিচায়ক ব্যক্তিগত পারিবারিক গ্রন্থাগার ব্যক্তি বাপরিবারের মর্জিমাফিক গড়ে ওঠে বলে সাধারণের হুকুম চালাবার মতো সেখানে কিছু নেই গ্রন্থাগারসম্পন্ন ব্যক্তির চালচলনেএমন একটা শ্ৰী ফুটে উঠতে বাধ্য , যা অন্যত্র প্রত্যক্ষ করা দুষ্কর সত্যিকার সাহিত্যে পাণ্ডিত্যের অধিকারী হতে হলে গ্রন্থাগারেরসঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি করা অবশ্য প্রয়োজনীয় তাছাড়া গ্রন্থাগার বা শ্রেণিবদ্ধ পুস্তক সংগ্রহ গৃহসজ্জার কাজেও লাগে।এই ধরনেরগৃহসজ্জায় লাভ এই যে , বাইরের পরিপাটের সঙ্গে তা মানসিক সৌন্দর্যের পরিচয় দেয়।গ্রন্থাগার সৃজনে ধনী ব্যক্তির পুস্তক কেনারনেশা সৃষ্টি করলে দেশের পক্ষে লাভ হবে এই যে , অনবরত পুস্ত কগুলো হাতড়াতে হাতড়াতে তাদের চামড়ার তলে যে একটি মনসুপ্ত রয়েছে , সে সম্বন্ধে তাঁরা সচেতন হয়ে উঠবেন লাইব্রেরি সৃজনের দরুণ তারা নিজেরা ততটা লাভবান না হলেও পুত্রকন্যাদের যথেষ্ট উপকৃত হবার সম্ভাবনা হয়তো এই লাইব্রেরি থাকার দরুণই পরিণত বয়সে তারা সুসাহিত্যিক বা সাহিত্যিক হয়েউঠবেন আশা শুধু ভিত্তিহীন কল্পনা নয় , বড় বড় সাহিত্যিক বা কবিদের জীবনী আলোচনা করলে দেখা যায় , বাল্যকালেতারা পিতা অথবা পারিবারিক লাইব্রেরি থেকে সাহিত্য সাধনার প্রেরণা লাভ করেছেন

গ্রন্থাগারের প্রয়োজনীয়তা :

আমাদের স্বাধীন দেশে শিক্ষার প্রসারের সাথে সাথে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।মানুষ ক্রমে উপলব্ধি করছে , খাদ্যই সব নয় , মনেরও খাদ্য দরকার গ্রন্থাগার পারে ক্লান্ত , বুভুক্ষু মানুষের মনকে প্রফুল্ল করতে , তাকে পছন্দমাফিক জিনিসের সন্ধান দিয়ে তার মনে খোরাক জোগাতে এদিকে দেহের খাদ্যের ক্ষেত্র যেমন জনে জনে পার্থক্য রুচিভেদ , মনের খাদ্যের ক্ষেত্রেও অনুরূপ কেউ কবিতার বই পড়তে ভালোবাসেন , আবার কেউবা গল্পউপন্যাস , কেউ নাটকপেলে অন্য কিছু চান না , কেউ কেউ আবার ভ্রমণ কাহিনী ভালোবাসেন এছাড়া কারো প্রিয় দর্শন , কারো বা ইতিহাস , কেউখোঁজেন লোকসাহিত্যবিষয়ক বই , আবার কেউ কেউ পদার্থ , রসায়ন বা প্রাণিবিজ্ঞান কেউ কেউ দেশের ইতিহাস , অর্থনীতি , সমাজনীতি ইত্যাদি সম্পর্কে নতুন তথ্য খুঁজে বের করবেন বলে অনুসন্ধিৎসু তাঁরা দলিলদস্তাবেজ , বিবর্ণ প্রাচীন পুঁথি এবংঅতীত যুগের পত্রিকা থেকে বের করেন নিজের চাহিদার খোরাক।তাই গ্রন্থাগারের নানাবিধ প্রয়োজনীয়তায় সমাজের মানুষনানাভাবে উপকৃত হয়ে থাকে তবে সুষ্ঠুভাবে গ্রন্থ সংগ্রহ অতি দুরূহ কাজ প্রতিদিন দেশবিদেশে হাজার হাজার নতুন গ্রন্থপ্রকাশিত হচ্ছে গ্রন্থাগারের সঙ্গতি প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে উৎকৃষ্ট গ্রন্থকেই সংগ্রহের জন্য নির্বাচন করা শ্রেয় আবারশুধুমাত্র সংগ্রহ করলেই গ্রন্থাগারের দায়িত্ব শেষ হয় না , সংগৃহীত গ্রন্থগুলো যাতে সযত্নে থাকে সেদিকেও লক্ষ্য রাখা বাঞ্ছনীয় নানাবিধ পোকার উদ্ৰবে , প্রাকৃতিক বাধাবিপত্তি এবং অসৎ পাঠক গ্রন্থাগার কর্মীদের দায়িত্বজ্ঞানহীনতায় অনেক সময় বহুউৎকৃষ্ট এই নষ্ট হয় ওই সব সংগৃহীত গ্রন্থগুলো দেশ জাতির অমূল্য সম্পদ , গ্রন্থাগারের সঙ্গে সংশ্লিষ্ট সকলেরই কথা মনেরাখা উচিত।

বাংলাদেশে গ্রন্থাগার :

বাংলাদেশে ১৯৫৩ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি এই লাইব্রেরির , সহযোগিতায় শতাধিক সরকারি বেসরকারি গ্রন্থাগার দেশের বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে বিদেশি দূতাবাসের আনুকূল্যে আমাদের দেশে যেসব লাইব্রেরিপরিচালিত হচ্ছে সেগুলোর মধ্যে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া আমাদের দেশে সরকারিগ্রন্থাগারের সংখ্যা ৬৮ টি , বেসরকারি গ্রন্থাগারের সংখ্যা ৮৮৩ টি , গণউন্নয়ন পাঠাগারের পরিচালনায় রয়েছে ২৭ টিগ্রন্থাগার।

উপসংহার:

বর্তমানে জ্ঞানবিজ্ঞানে উন্নতির সঙ্গে সঙ্গে গ্রন্থাগারের জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর বিভিন্ন অগ্রসর উন্নত দেশেগড়ে উঠেছে নানা ধরনের গ্রন্থাগার আমাদের বাংলাদেশ এর ব্যতিক্রম নয় স্বাধীনতা প্রাপ্তির পর দেশের গ্রন্থাগারের সংখ্যাঅনেক বৃদ্ধি পেয়েছে শিক্ষিত জনসাধারণের মধ্যে গ্রন্থাগার সম্পর্কে নতুন আগ্রহের সৃষ্টি হয়েছে আমাদের দেশের পাবলিকলাইব্রেরি , বিশ্বসাহিত্য কেন্দ্র , বাংলা একাডেমি গ্রন্থাগার জনগণের গ্রন্থপাঠের প্রয়োজন মেটাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button