সংবাদপত্র পাঠের উপকারিতা /জনমত গঠনে সংবাদপত্র
ভূমিকা :
সংবাদপত্র হচ্ছে-Current History বা চলন্ত ইতিহাস। সংবাদপত্র আধুনিক জীবনের অপরিহার্য বস্তু। গণতান্ত্রিক।যেকোনোদেশে তা সুস্থ গণতান্ত্রিক সমাজের দর্পন। সমাজ জীবনের দৈনন্দিন পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ততায় এবং বস্তুনিষ্ঠ সংবাদউপস্থাপনায় সংবাদপত্র এখনো শক্তিশালী গণমাধ্যম। জনমনের প্রতিফলনে ও জনমত গঠনে সংবাদপত্র পালন করে শক্তিশালীভূমিকা। গণতান্ত্রিক সমাজব্যবস্থায় বহু দল ও মতের ধারক–বাহক হিসেবে সংবাদপত্র সরকার ও জনগণের মধ্যে রচনা করে সেতুবন্ধন।
সংবাদপত্রের ইতিহাস :
বর্তমান সভ্যতায় সংবাদপত্রের যে অপরিহার্য ভূমিকা, তার প্রথম প্রকাশের গৌরব চীন দেশের। চীন দেশেই
প্রথম কাগজ ও মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয়েছে। ভারতবর্ষে মুঘল–আমলে সরকারি প্রশাসনে হস্তলিখিত সংবাদপত্রের প্রচলন ছিল।সরকারি গণ্ডির মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। ইউরোপে প্রথম সংবাদপত্রের আত্মপ্রকাশ ঘটল নবজাগরণের অন্যতম প্রাণকেন্দ্রইতালিতে। সেখান থেকেই সংবাদপত্র অতি দ্রুত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। মুদ্রণযন্ত্রের আবিষ্কারের ফলেইসংবাদপত্রের
বুত প্রসার সম্ভব হলো ।উন্মোচিত হলো বর্তমান সভ্যতার এক নব দিগন্ত।ভারতবর্ষেও অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে মুদ্রণযন্ত্রেরব্যবহারের ফলে ইংরেজিতে প্রকাশিত হলো প্রথম সংবাদপত্র। হিকির ‘বেঙ্গল গেজেটই হলো প্রথম প্রকাশিত সংবাদপত্র। পরে‘ইন্ডিয়া গেজেট‘, ‘ক্যালকাটা গেজেট‘ ‘হরকরা‘ প্রভৃতি ইংরেজি সংবাদপত্রের আত্মপ্রকাশ ঘটে। ইংরেজদের হাতেই ভারতবর্ষে প্রথম সাংবাদপত্রের ঐতিহ্য রচিত হয়েছিল। ১৮১৮ সালে ভারতবর্ষেরসংবাদপত্র ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়। সে সময়ের এপ্রিলে প্রথম বাংলা সাময়িক পত্র ‘দিগদর্শন’- এর আবির্ভাব ঘটেছিল।১৮১৮ সালের ২৩ মে বাংলার সংস্কৃতির ইতিহাসে যে পত্রিকা আজও তুলনাহীন মর্যাদায় ভূষিত হয়ে আছে, সে পত্রিকাটির নাম‘সমাচার দর্পণ।
সমাচার দর্পণ” বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র বলে সাহিত্যের ইতিহাসে বিবেচিত।
সংবাদপত্রের শ্রেণিবিভাগ :
সংবাদপত্র দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক ইত্যাদি নানা শ্রেণিতে বিভক্ত। কোনো কোনো
সংবাদপত্র দিনের সূচনা মুহূর্তেই আমাদের দুয়ারে এসে হাজির হয়। আবার দিনান্তেও কারো কারো ঘটে আত্মপ্রকাশ। সংবাদপত্রনিয়ন্ত্রণেও রয়েছে বিভিন্নতা। সংবাদপত্র কখনো সরকারের মুখপাত্র, কখনো বিশেষ রাজনৈতিক দলের দ্বারা নিয়ন্ত্রিত। আবারকখনো
বিশেষ সংস্থা কর্তৃক পরিচালিত নিরপেক্ষও হতে পারে। অবশ্য নিরপেক্ষ সংবাদপত্রেরই জনপ্রিয়তা বেশি। আমাদের দেশে দৈনিকসংবাদপত্রের সংখ্যা বেশি। বাংলা ভাষায় প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর মধ্যে ইত্তেফাক, ভোরের কাগজ, সংবাদ, ইনকিলাব,জনকণ্ঠ , আজকের কাগজ , প্রথম আলো, কালের কণ্ঠ , মানবজমিন , আমার দেশ , নয়া দিগন্ত , সমকাল , ডেসটিনি প্রভৃতি উল্লেখযোগ্য। ইংরেজি সংবাদপত্রের মধ্যে রয়েছে The Bangladesh Observer ,The Baneladesh Times ,The New Nations উল্লেখযোগ্য । সাপ্তাহিক পত্রিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো– বিডি , পূর্ণিমা , বেগম , চিত্রকলা প্রভৃতি ।
সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা:
পৃথিবীতে জ্ঞান বিস্তারের যতগুলো মাধ্যম আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সংবাদপত্র অন্যতম। সংবাদপত্র বর্তমান সভ্য জগতেনানাবিধ কল্যাশ কার্য সাধনে নিয়োজিত । সংবাদপত্র সকল শ্রেণির মানুষের কাছেই প্রিয় । কত সংবাদপত্র রাজনৈতিক ওঅর্থনৈতিক উয়াক্ষেত্রেই সচেতনতা গড়ে তোলার প্রধান হাতিয়ার । সংবাদপত্র পাঠ করলে মানুষের পাখি আনের পথ প্রসারিতহয় । আগে মানুষ পৃথিবী ভ্রমণ করে যে জ্ঞান অর্জন করতো , বর্তমানে সংবাদপত্র পাঠ করে তারা ঘরে বসেই সে জ্ঞান অর্জনকরতে পারে । সংবাদপত্র সাবান ছাড়াও বিভিন্ন ধরনের কবিতা , গল্প , ছড়া , রম্য রচনা প্রভৃতি প্রকাশ করে থাকে যা চিরবিনোদনের সহায়তা করে । সংবাদপত্র শিক্ষিত – অশিক্ষিত সব ধরনের মানুষের কাছেই প্রিয় । সর্বোপরি সংবাদপত্র পাঠ একজনমানুষ দেশ , জাতি এবং সারা বিশ্ব সস্পর্কে ধারণা লাভ করতে পারে ।সুতরাং সংবাদপত্র জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে।
সংবাদপত্র ও জনমত গঠন :
গণতাজিক শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতা থাকে জনগণের হাতে । ফলে সরকারের গৃহীত পদক্ষেপ ও ভূমিকা জাতীয় খতিৰ পক্ষেকতটা সহায়ক এবং কতটা জনস্বার্থের পরিপূরক তা নিয়ে লগণের মধ্যে অনেক সময় বিয়ে দেয়া দেয় । ক্ষমতাসীনরা সবসময়তাদের পদক্ষেপকে জোর গলায় ইতিবাচক বলে প্রচার করে এবং বিরোধীরা তাকে একেবারেই প্রত্যাখ্যান করেন । কিন্তু সংবাদপত্রউভয়পক্ষের মতামত , যুক্তি ও তথ্যনির্ভর আলোচনা প্রকাশ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের অভিমত গঠন করাতে পায়ে। সংবাদপত্রের পাতায় আশী – এশী ও বিশেষজ্ঞদের লেখা প্রবন্ধ ও অভিমত , কলাম লেখকলে খুঞ্চিত , যুক্তিপ্রদান ও যুক্তিবঞ্চন, পত্রিকার নিজৰ সম্পাদকীয় ও উপসম্পাদকীয় মতামত জনমত গঠনে সাহায্যে করে । আমাদের দেশে সাম্প্রতিককালে পার্বত্যএম শান্তি চুক্তি , ভাবধায়ক সরকায়েৰ অধীনে নির্বাচন , প্রশাসনে সংস্কার , সমাজ থেকে দুর্নীতিবাজদেয়া উৎখাত , ঋণখেলাপীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া ইত্যাদি ইস্যুতে জনমত গঠনে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।অবশ্য কখনো কখনােহ কোনো কোনো সংবাদপত্র বিশেষ গোষ্ঠী বা দলীয় স্বার্থে জনমতকে তাদের পক্ষে টানার জন্য সংর্কীণউদ্দেশ্যপূর্ণ নানা রকম প্রচারণার কৌশল হিসেবে ব্যবহার করে । কিন্তু পাঠক সমাজ সচেতন হলে শেষ পর্যন্ত এসব সংবাদপত্রেঅপপ্রচায়ের চেষ্টা ও হীন উদ্দেশ্য সফল হতে পারে না ।
উপসংহায়:
বর্তমানে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা , মানব উন্নয়ন এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতেসংবাদপত্রগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । শাসনব্যবস্থায় জনগণের অংশ্রহণ নিশ্চিত করার জন্যেও সংবাদপত্রইতিবাচক ভূমিকা পালন করতে পারে । উন্নততর জীবনব্যবস্থার প্রতি জনগণের আগ্রহ সৃষ্টিতেও সংবাদপত্রের দায়িত্ব কম নয় ।বর্তমানে দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহার সমাজজীবনে যে সন্ত্রাস ও অস্থিরতার জন্ম দিয়েছে , রাজনৈতিক অঙ্গনে যে বিভেদও জবরদস্তি ক্ষের সংবাদপত্র সততা ও দায়বদ্ধতার পরিচয় দেবে – এটাই সবার কাম্য ।
মূলক মানসিকতার বিস্তার ঘটেছে , তারবিরুদ্ধে নিরন্তর সংগ্রামে এবং দেশে গণতান্ত্রিক চিন্তা – চেতনাসম্পন্ন সুশীল সমাজ গড়ার ক্ষেত্রে সংবাদপত্র সততা ও দায়বদ্ধতারপরিচয় দেবে এটাই সবার কাম্য।