Others

আইফোন ১৩: অ্যাপলের নতুন মডেলের স্মার্টফোনে কী ফিচার থাকছে, দাম কত হবে

প্রতিবছর এর মতো এবারও নতুন আইফোন 13 প্রকাশের মাধ্যমে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নতুন স্ট্যান্ডার্ড স্থাপন করেছে অ্যাপলকোম্পানি। ১৪ই সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত এগারোটায় নতুন আইফোন, আইপ্যাড অ্যাপল ওয়াচ প্রকাশ করেছেঅ্যাপল।

মূল আইফোন ১৩ এর পাশাপাশি আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো আইফোন ১৩ প্রো ম্যাক্স থাকছে এবারের নতুনআইফোন এর লাইনআপে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক নতুন আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো আইফোন ১৩ প্রো ম্যাক্স এরক্যামেরা, ব্যাটারি, দাম, ডিসপ্লে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত।

আইফোন ১৩ নতুন ফিচারসমূহ

 • iPhone 13 এবং iPhone 13 mini এর ডিসপ্লে আকার  6.1 এবং 5.4 ইঞ্চি
 • আইফোন 12 লাইনআপের অনুরূপ আইফোন ১৩ সিরিজের ক্যামেরা
 • আইফোন 13, আইফোন 13 মিনি, আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো max
 • নতুন রং
 • ক্যামেরার উন্নতি
 • A15 চিপ
 • ডুয়াল সিম সাপোর্ট
 • 5 জি নেটয়ার্ক
 • ব্যাটারি লাইফ
 • আইফোন 13 এর আকার
 • স্টোরেজ স্পেস
 • পানি প্রতিরোধী
 • আইফোন 13 গেমিং

আইফোন 13 এর ডিসপ্লে

5.4-ইঞ্চি আইফোন 13 মিনির মধ্যে রয়েছে 476 পিক্সেল প্রতি ইঞ্চিতে 2340×1080 এবং 6.1-ইঞ্চি আইফোন 13 এর মধ্যে রয়েছে432 পিক্সেল প্রতি ইঞ্চিতে 2532 x 1170 রেজোলিউশন রয়েছে। এছাড়াও এতে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্টপ্রতিরোধীওলিওফোবিক লেপ।আইফোন 13 এর মধ্যে রয়েছে ডিসপ্লের ব্রাইটনেস আগের চেয়ে বেশি।

আইফোন 13 এবং আইফোন 13 মিনি

আইফোন 12 এর মতো আইফোন 13 এবং আইফোন 13 মিনি এর মধ্যেও বিল্টইন চুম্বক এবং ম্যাগসেফ ব্যাবহার করা হয়েছে।

ম্যাগসেফ চার্জার দিয়ে 15W পর্যন্ত চার্জ করা যায়। কিন্তু নতুন আইফোন 13 এর মধ্যে 20W পাওয়ার অ্যাডাপ্টারের সাহায্যে 30 মিনিটে 50 শতাংশ চার্জ প্রদান করে। তবে সমস্যা হচ্ছে আইফোনের সাথে এগুলো দেওয়া হয় না। এই জিনিসগুলোআলাদাভাবে কিনতে হয়।

আইফোন ১৩ সিরিজের ক্যামেরা

Camera

আইফোন 13 সিরিজের ক্যামেরায় বড় ধরনের পরিবর্তন এসেছে।

আইফোন 13 সিরিজের ক্যামেরা সেন্সর গত বছরের চেয়ে ৪৭% বেশি বড়। 12 মেগাপিক্সেল ওয়াইড এবং আল্ট্রা ওয়াইডক্যামেরা সহ একটি নতুন ডায়াগনাল ডুয়াল লেন্স রিয়ার ক্যামেরা রয়েছে।  ওয়াইড ক্যামেরাটিতে একটি উন্নত f/1.6 অ্যাপারচাররয়েছে যা 47 শতাংশ বেশি আলো দেবে। আল্ট্রা ওয়াইড ক্যামেরা উন্নত লো লাইট পারফরম্যান্সের জন্য একটি উন্নত f/2.4 অ্যাপারচার রয়েছে। আইফোন 13 ভিডিওর জন্যসিনেমাটিক মোডযুক্ত করেছে অ্যাপল। ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা, দুই ধরনের  ক্যামেরাতেই সিনেমাটিক মোড ব্যবহার করা যাবে।

এছাড়াও আইফোন ১৩ প্রো সিরিজের টেলিফটো ক্যামেরা দিয়ে ৩এক্স পর্যন্ত জুম করা যাবে এবং টোটাল ক্যামেরা সিস্টেমেআপনি ৬এক্স পর্যন্ত অপটিক্যাল জুম সুবিধা পাবেন।আইফোন 13 মডেলগুলি 4K ভিডিও রেকর্ডিং 60 fps পর্যন্ত সমর্থন করে।

A15 বায়োনিক চিপ

আইফোন 13 সিরিজের মধ্যে সব চাইতে বেশি পরিবর্তন এসেছে এর প্রসেসরে। আইফোন 13 সিরিজে চিপসেট হিসেবে থাকছেঅ্যাপল এর নতুন A15 বায়োনিক চিপ। এই 5 ন্যানোমিটার 6- কোর সিপিইউ এবং 4-কোর জিপিইউ এর প্রসেসর গতবছরআইফোন 12 ব্যাবহৃত A14 চিপ এর চাইতে বেশি উন্নত কর্মক্ষমতা এবং দক্ষতার উন্নতি প্রদান করে। শুধু তাই নয় A15 এইচিপসেটটি অন্য স্মার্টফোনের প্রসেসরের চেয়ে ৫০% ফাস্টার।

ব্যাটারি লাইফ

আইফোনের ব্যাটারি লাইফ নিয়ে একটা প্রশ্ন সবসময় থেকে যেতো যে, আইফোনের ব্যাটারি লাইফ এতো কম কেনো?

কিন্তু এইবার আইফোন 13 এর মধ্যে তা আর হচ্ছে না। আইফোন 13 সিরিজের মধ্যে ব্যাটারির আয়ু উন্নত করেছে অ্যাপল।

আইফোন 13‌ মিনি এর মধ্যে আইফোন 12 মিনির থেকে 1.5 ঘন্টা বেশি সময় চার্জ থাকবে এবং আইফোন 13‌ এর মধ্যে  আইফোন 12 এর চেয়ে 2.5 ঘন্টা বেশি চার্জ স্থায়ী হবে।

শুধু তাই নয়, আইফোন 13‌ মিনি 17 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক এবং 55 ঘন্টা পর্যন্ত অডিও প্লেব্যাক সমর্থন করে। অন্যদিকেআইফোন 13 এর মধ্যে 19 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক এবং 75 ঘন্টা পর্যন্ত অডিও প্লেব্যাক সাপোর্ট করবে।

আইফোন 13 এর আকার ওজন

Apple

আইফোন 12 লাইনআপের তুলনায়, আইফোন 13 এবং 13 মিনি ঘন এবং ভারী। আইফোন 13 হচ্ছে 5.78 ইঞ্চি লম্বা, 2.82 ইঞ্চি চওড়া এবং 0.30 ইঞ্চি পুরু। অন্যদিকে আইফোন 13 মিনি 5.18 ইঞ্চি লম্বা, 2.53 ইঞ্চি চওড়া এবং 0.30 ইঞ্চি পুরু। মিনিআইফোন 13 লাইনআপের মধ্যে সবচেয়ে হালকা ফোন মাত্র 141 গ্রাম এবং আইফোন 13 হচ্ছে 174 গ্রাম।

5G নেটয়ার্ক

আইফোন 13 এর মডেলগুলির মধ্যে 5 জি নেটওয়ার্ক সিস্টেম রয়েছে। আইফোন 13 এর মডেলগুলোতে 5G মডেমগুলি হচ্ছেmmWave এবং Sub-6GHz 5G নেটয়ার্ক ব্যাবহারের কারণে

দ্রুত ডাউনলোড,আপলোড এবং ওয়েবসাইট লোড করা থেকে শুরু করে টিভি শো এবং মুভি ডাউনলোড করা পর্যন্ত সবকিছুতেইগতি বাড়িয়ে দিবে। 5G বা ওয়াইফাই এর মধ্যে ফেসটাইম কল 1080p কাজ করবে।

ডুয়াল সিম সাপোর্ট

আইফোন 13 এর মধ্যে ডুয়াল সিম সাপোর্ট রয়েছে। একসাথে দুটি ফোন নম্বর ব্যবহার করা যাবে। যার একটি ফিজিক্যালন্যানোসিম স্লট এবং অন্যটি ইএসআইএম।

রং

colours

অ্যাপল বেশ কয়েক বছর ধরে উজ্জ্বল রঙের ব্যাবহার করে আসছে। 13 এবং 13 মিনির মধ্যে রয়েছে কালো, গোলাপী,লাল,রূপা এবং সোনার মিশ্রণ।

স্টোরেজ স্পেস

স্টোরেজের ক্ষেত্রে আইফোন 13 এর সিরিজের মধ্যে রয়েছে নতুন চমক। এবারে iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max এরমধ্যে রয়েছে 1TB স্টোরেজ। যা এর আগে অন্য কোনো মোবাইলে ব্যাবহার করা হয়নি। এটি আইফোন 13 প্রো মডেলের সর্বাধিকস্টোরেজ স্পেস।এছাড়াও আইফোন 13 মিনির মধ্যে 128 GB স্টোরেজ থেকে শুরু করে 512 GB পর্যন্ত পাওয়া যাবে।

আইফোন 13 সিরিজের মডেলগুলির দাম

প্রত্যেক বছর আইফোনের আকাশছোঁয়া দাম থাকলেও এইবার আর তা থাকছেনা। স্বল্প মূল্যে পাওয়া যাবে আইফোন 13 সিরিজের মোবাইল ফোনগুলো।

আইফোন 13 মিনির দাম মাত্র 699 ডলার থেকে শুরু।আইফোন 13 এর দাম 799 ডলার থেকে শুরু। অন্যদিকে 1TB iPhone 13 Pro এর দাম 1,499 ডলার এবং 1TB iPhone Pro Max এর দাম 1,599 ডলার।আর এটিই এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুলআইফোন।

অন্যদিকে,আইফোন ১৩ লাইনআপের ঘোষণার পর পরই দাম কমেছে আইফোন 12 আইফোন 11 এর।

পানি প্রতিরোধী

আইফোন 13 এবং 13 মিনি IP68 জল প্রতিরোধী। আইফোন 13 এর স্মার্টফোনগুলি 6 মিটার জলে 30 মিনিট পর্যন্ত ডুবেথাকতে সক্ষম। আইফোন 13 স্প্ল্যাশ, বৃষ্টি এবং দুর্ঘটনাজনিত জলের এক্সপোজার ধরে রাখতে পারে।

আইফোন 13 মডেলের র‍্যাম

আইফোন 13 এর মধ্যে  র‍্যাম এর তেমন কোনো পরিবর্তন আসেনি। আইফোন 13 এবং 13 প্রো মডেলের মধ্যে যথাক্রমে 4 জিবিএবং 6 জিবি  র‍্যাম বিদ্যমান। যা আইফোন 12 এর মডেলগুলোর মধ্যেও রয়েছে।

আইফোন 13 গেমিং

আইফোন 13 এর প্রো মডেলগুলোতে আইফোন 12 প্রো মডেলের তুলনায় 50 শতাংশ দ্রুত গ্রাফিক্স পারফরম্যান্স পাওয়া যাবে।অন্যদিকে আইফোন 13 এর মধ্যে 15 শতাংশ দ্রুত গ্রাফিক্স পারফরম্যান্স পাওয়া যাবে। অ্যাপল জানায় যে A15 এর গ্রাফিক্সঅন্যসব ফোন থেকে ৩০% ফাস্টার কাজ করবে।

আশা করি এখন বুঝতে পারছেন আইফোন 13 এর মডেলগুলোতে নতুন কি কি ফিচার রয়েছে এবং অন্যান্য মোবাইলের চাইতেকতটা ফাস্টার পারফরমেন্স দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button