বই রিভিউ

the art of thinking clearly | দ্য আর্ট অফথিংকিংক্লিয়ারলি by রোলফ ডোবেল্লি

বইয়ের নাম

দ্য আর্ট অফথিংকিংক্লিয়ারলি

লেখক

রোলফ ডোবেল্লি

প্রকাশক

ইউনিভার্সিটি ক্যাম্পাস

পেজ

416

দেশ

বাংলাদেশ

ভাষা

বাংলা

সূচনা ২০০৪এর শীতকালে ইউরোপের অভিজাত বিজ্ঞাপন সংস্থা আমাকে মিউনিখ থেকে পার্টেকে আমন্ত্রণ জানায় এটাছিল বুদ্ধিজীবীদের একটা অনানুষ্ঠানিক মতবিনিময় সভা আমি আমার নিজেকে কখনও বুদ্ধিজীবী হিসেবে ভাবি নি , আমিব্যবসা বিষয়ের উপর পড়াশুনা করেছি যেটা সত্যিকার অর্থে আমাকে সম্পূর্ণ বিপরীতভাবে তৈরি করেছে কিন্তু আমি দুটিউপন্যাস লিখেছিলাম এবং মনে হয়েছিলো এর জন্যই আমাকে বুদ্ধিজীবী হিসেবে বিবেচনা করা হয়েছিলো এবং ধরনেরআমন্ত্রণ জানানো হয়েছিলো।

নাসিম নিকোলাস তালেব টেবিলের এক পাশে বসেছিলেন , সময় সে ওয়াল স্ট্রিটের একজন অখ্যাত ব্যবসায়ী ছিলেন এবংদর্শন শাস্ত্রের উপর তার অনেক আকর্ষণ ছিল আমাকে তার সাথে ইংলিশ এবং স্কটিশ ভাষায় জ্ঞানালোক বিতরণকারী হিসেবেপরিচয় করিয়ে দেয়া হয় বিশেষ করে ডেভিড হিউমের দর্শন শাস্ত্রের গবেষক হিসাবে

আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম তবুও তাদের সামনে কোনও প্রকার ইতস্তত বোধ দেখালাম না এবং দর্শনের উপর আমার এইনিরব অবদানের জন্য তারা আমার দার্শনিক প্রচেষ্টাকে অভিনন্দন জানালেন জনাব তালেব আমার দিকে সরাসরি একটাখালি চেয়ার এগিয়ে দিলেন এবং আমাকে বসতে বললেন আমি বসে পড়লাম , ডেভিড হিউম সম্পর্কে আলোচনার দ্রুতপরিবর্তন হয় এবং এই আলোচনার ওয়াল স্ট্রিটের উপর ন্যস্ত হয় প্রধান নির্বাহী কর্মকর্তাদের এবং ব্যবসায়ী নেতাদের সিদ্ধান্তগ্রহণের অনিয়ম এবং এর মধ্যে থাকা অসংখ্য ভুল দেখে আমরা খুব আশ্চর্য হয়ে গেলাম , এবং আরও আশ্চর্য হয়ে গেলাম যখনদেখি এখানে আমাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে

আমরা এই কারণটিকে নিয়ে আলোচনা করলাম যে , অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটার আগে আমাদের পূর্বের কথা বিবেচনা করতেহবে এটা আমাদের মধ্যে একটা হাসির উদ্রেক করল যে , কেন উদ্যোক্তরা দ্রব্যের মূল্য নির্ধারণের আগে তাদের অংশীগুলোকেআলাদা করতে পারে এই ঘটনার পরে , তালেব আমাকে তার একটা মূল্যবান বইয়ের পাণ্ডুলিপি থেকে কিছু পৃষ্ঠা পাঠায় যেটাতেআমি মন্তব্য করি এবং কিছুটা সমালোচনাও করি পরে এটা আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি বিক্রীত বই হিসেবে স্বীকৃতি পায় বইটির নাম হলোব্ল্যাক সোয়ান বইটি তালেবকে আন্তর্জাতিকভাবে খ্যাতনামা বুদ্ধিজীবীদের সম্মাননা এনে দেয় এবং এটাদেখে আমার ক্ষুধা আরও বেশি বেড়ে যায়

আমি বিভিন্ন ধরনের বই এবং বিভিন্ন সম্পাদকীয় প্রবন্ধ যেগুলো জ্ঞান অর্জন সম্বন্ধে এবং সমাজ বিজ্ঞান বিষয় সম্পর্কেঅনুসন্ধানমূলক এবং এক পক্ষপাত বিষয়কে সমর্থন করে এই ধরনের লেখাগুলোকে বা গল্পগুলোকে গলধকরণ করতে থাকি আমি হার্ভার্ড কি তোমাকে বুদ্ধিমান করতে পেরেছে ? সাতারুদের দেহ বিভ্রান্তি নাসিম তালেব একজন প্রবন্ধকার এবং ব্যবসায়ী তিনি তার উদ্বৃত্ত টাকা দিয়ে কিছু কাজ করার জন্য মনস্থির করলেন তিনি বিভিন্ন খেলার আসর বসানোর চিন্তা করলেন

যাই হোক ব্যায়ামবিদদের দেখতে সব সময় অস্থির এবং অসুখী মনে হয় বডিবিল্ডাররা সবসময় বড় , প্রশস্থ এবং বাকীদের মতোদেখতে হয় , আর সাইকেল আরোহীরা , এদের দেখতে কেমন লাগে ? ওহ , ওদেরও শারীরিক গঠনও সুন্দর না খেলোয়াড়সাঁতারুরা তার কাছে আরও সুগঠিত মসৃণ শরীর তৈরী করার জন্য আবেদন করল তিনি নিজের স্থানীয় সাঁতারের জায়গাটাতাদেরকে সই করে দিলেন এবং সপ্তাহে দুই দিন তাদেরকে আরও কণেরভাবে প্রশিক্ষণ নেয়ার ব্যবস্থা করে দিলেন

কিছুদিন পরে তিনি বুঝতে পারলেন যে তিনি নিশ্চিত ভ্রমের মধ্যে আছেন পেশাদার সাঁতারুদের কখনো সঠিক দেহ থাকে নাকারণ তারা ব্যাপক অনুশীলন করে বরং তারা তাদের এই শরীরের জন্যই ভালোভাবে সাঁতার কাটতে পারে সাঁতারু নির্বাচনেরসময় তাদের শরীর কিভাবে গড়া হয়েছে এটা দেখা হয় এবং তাদের কাজের ফলাফল দেখা হয় না একইভাবে মহিলা শিল্পীরাবিভিন্ন প্রসাধনীর প্রচারণা চালায় এবং এতে করে অনেক মহিলা ভাবে যে এই প্রসাধনীগুলো তাদের সুন্দর করবে কিন্তু কোনওপ্রসাধনী কখনই তাদেরকে এই শিল্পীদের মতো সুন্দর করতে পারবে না এটা খুবই সাধারণ যে এই শিল্পিরা জন্মগতভাবেই সুন্দরহয়ে জন্মিয়েছিল এবং শুধু এর জন্যই তারা প্রসাধনী বিজ্ঞাপনের জন্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছে এভাবেই সাঁতারুদেরদৈহিক সৌন্দর্যের কারণে তারা নির্বাচিত হয় তাদের কাজের ফলাফলের জন্য নয় যখনই আমরা ফলাফলের সাথে কারণনির্বাচন করতে দ্বিধায় পড়ে যাই তখনই আমরা এক ধরনের সমস্যায় পড়ে যাই সেটাকে তালেবসাতারুদের দেহ নিয়ে বিভ্রন্তিবলে আখ্যায়িত করেছেন

এই ধরনের বিভ্রান্তি ছাড়া অর্ধেকের বেশি বিজ্ঞাপন প্রচারণা কাজ করে না কিন্তু এই ধরনের পক্ষপাত শুধু দেহে করার ঘটনাছাড়া আরও বেশি কিছু করতে পারে , উদাহরণস্বরূপ , হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের মধ্যে স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয় অনেকবড় বড় সফলতা অর্জনকারী ব্যক্তিরা এখান থেকে পড়াশুনা করেছেন এটাই কি প্রমাণ করে যে হার্ভার্ড অনেক ভালো শিক্ষা

প্রদান করে ? আমরা এটা জানি না , এমনও হতে পারে যে এটা অতটা সন্তোষজনক সেবা প্রদান নাও করতে পারে এবং এটাসাধারণভাবেই অনেক বেশি মেধাবী শিক্ষার্থীদের পেয়ে থাকে

এই বিষয়ে সুইজারল্যান্ডের এস . টি . গ্যালেন বিশ্ববিদ্যালয় থেকে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে এটাকে ইউরোপের শ্রেষ্ঠ দশটিব্যবসায়িক শিক্ষাদানকারী প্রতিষ্ঠানের একটি ধরা হয় কিন্তু যে শিক্ষা আমি সেখান থেকে পেয়েছি তা তত বেশি ভালো নয়আবার তত বেশি খারাপও নয় ( যদিও আমি পঁচিশ বছর আগের কথা বলছি ) এমনকি এর অনেক স্নাতকধারী ব্যক্তিরাইজীবনে তেমন কোন সফলতা অর্জন করতে পারে নাই এর পেছনে কি কারণ কাজ করছে তাও কেউ জানে না সম্ভবত এটা সরুউপত্যকার আবহাওয়ার জন্য অথবা এর ক্যাফেটরিয়ার খাবারের জন্য

এমনও হতে পারে এর কঠিন নির্বাচন এর জন্য দায়ী I সারা পৃথিবী জুড়ে MBA শিক্ষা দানকারী প্রতিষ্ঠানগুলো তাদেরপ্রার্থীদের ভবিষ্যৎ আয়ের পরিসংখ্যান দেখিয়ে তাদেরকে প্রলোভন দেখায় এই সাধারণ হিসাব তারা এর জন্য দেখায় যে যাতেশিক্ষার্থীরা অতি অল্প সময়ের জন্য তাদের উচ্চহারে বেতন দিতে আগ্রহী হয় অনেক সম্ভাবনাময় শিক্ষার্থীও এই নিয়মটির জন্যঝরে যায় আমি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের দেওয়া পরিসংখ্যানকে পরোক্ষভাবে নির্দেশ করছি না কিন্তু তাদের এইবক্তব্যকে একেবারে হজম করেও ফেলছি না কেন ? কারণ যারা এমবি এর পিছনে শ্রম দেয় আর যারা এম . বি . এর পিছনে শ্রমদেয় না তারা অনেকে ব্যবধান

এই দল দুটোর আয়ের ব্যবধান অনেক এবং এক্ষেত্রে কারও কিছু করার নেই আমরা আবারও দেখতে পাই যে সাঁতারুদের দেহেরবিভ্রান্তি কাজ করছে নির্বাচনের কারণগুলো ফলাফলের সাথে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় অতএব এরপরও যদি তুমি তোমার শিক্ষাচালিয়ে যেতে চাও , তবে উদ্দেশ্য ঠিক করে নাও নতুবা শুধু শুধু তোমার অনেক টাকা নষ্ট হবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button