Reading Guide

দ্য মিরাকল মর্নিং বই রিভিউ

বই: দ্য মিরাকল মর্নিং
লেখক: হাল এলরড
অনুবাদ: প্লাবন কুমার
প্রকাশনী: রচনা প্রকাশ
কভার মূল্য: ২৫০৳, রিভিউ কারি- আবু সাহাদাৎ বাঁধন
বিশ্বব্যাপী ব্যাপক আলোচিত ও জনপ্রিয় ‘দ্য মিরাকল মর্নিং’ বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে বইটির উজ্জীবনী শক্তি। নেতিবাচক শক্তির যে প্রভাব মানুষকে পিছনে টেনে নিয়ে যায়, যে ভুল দৃষ্টিভঙ্গীর কারণে মানুষ জীবনকে এক জায়গায় থামিয়ে রাখে, চিন্তার যে দৈন্য জীবনকে সংকীর্ণতায় আবদ্ধ করে রাখে,

সীমাবদ্ধ যে ভাবনা জীবনকে আজীবন বঞ্চিত করে রাখে বৃহত্তর জীবনের বিপুল আয়োজন থেকে, ‘দ্য মিরাকল মর্নিং’ সেসবের বিপক্ষে যেন এক প্রচন্ড ঝড়ো হাওয়া যা নিমিষেই বিতাড়িত করে দেয় জীবনের নেতিবাচক সবকিছু। জীবনকে নিয়ে যায় সাফল্যের এক নতুন ঠিকানায়। জীবনে নিয়ে আসে মিরাকলের মতই নতুন কিছু৷

বাংলায় রচনা প্রকাশ থেকে বইটির অনুবাদ করেছেন প্লাবন কুমার৷ প্রচ্ছদ করেছেন এস.তালুকদার। প্রচ্ছদ বেশ মানানসই হয়েছে। খুবই সাদামাটা না আবার খুব বেশি ঝমকালো নয়; যতটুকু অর্থপূর্ণ হওয়া দরকার ততটুকুই যেন। বইটির পেইজ, বাইন্ডিং বেশ স্ট্যান্ডার্ড মানের। বিশেষ করে প্লাবন কুমারেরে অনুবাদ অন্যান্য বইয়ের মত এটাতেও সাবলীল ছিল৷
এই পৃথিবীতে একজন মানুষ প্রতিদিন কেন নিয়মিতভাবে এত সকালে ঘুম থেকে উঠবে? আমার যথেষ্ট সংশয় ছিল, যতক্ষণ না আমি চেষ্টা করেছিলাম। হাল-এর কৌশলগুলাে প্রয়ােগ করার পর, আমি আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনে দ্রুত পরিবর্তন লক্ষ্য করলাম।
আপনার অতীত যেমনই হােক না কেন দ্য মিরাকল মর্নিং আপনাকে দেখাবে কীভাবে জীবনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়। আমি সবাইকে বইটি পড়তে জোরালাে সুপারিশ করছি।
দ্য মিরাকল মর্নিং আক্ষরিক অর্থেই একমাত্র সেই বই যা তাৎক্ষণিক ও গভীর গরিবর্তন সৃষ্টি করবে আপনার জীবনের যে কোনও ক্ষেত্রে কিংবা সকল ক্ষেত্রে। যদি আপনি সত্যিই আপনার জীবনের উন্নতি ঘটাতে চান তাহলে আজই এক্ষুণি অনুবাদিত ‘দ্য মিরাকল মর্নিং’ বইটি পড়া শুরু করুন। আমি কথা দিচ্ছি বইটি আপনার ভাল লাগতে বাধ্য৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button