Reading Guide

দি পাওয়ার অব লেস বই রিভিউ

The Power Of Less book review in bangla:

বইয়ের নাম- দি পাওয়ার অব লেস
ক্ষমতাহীনের ক্ষমতা
লেখক – লিও বাবুটা
কথন রাইটার – মোহাম্মদ সেলিম
বইটি কেনার প্রয়োজনবোধ মনে করিনি।
ফেনীর কোহিনুর লাইব্রেরিতে এটির প্রচ্ছদ আর নাম দেখেই হাতে নিয়ে বেশ কিছুক্ষণ চোখ বুলানো আরকি।
কিন্তু’ অবিশ্বাস্যভাবে লক্ষ্য করলাম, বইটির দিক নির্দেশনা সমূহর অনেক কিছুরই আমার জীবনের সাথে মিল আছে। চোখ বুলানোর সময় মনে হলো যেনো

লেখক ডেল কার্ণেগীর লেখা কোনও বই! কিন্তু’ এটার লেখক ভিন্ন একজন। তাই এটা নিয়ে কথন না লিখে পারলাম না।

লেখক, সাংবাদিক এবং ব্লগার হিসেবে মার্কিন নাগরিক লিও বাবুটা সারাবিশ্বে সুপরিচিত। তাঁর “জেন হ্যাবিটস” বইটি পাঠককে বিশেষভাবে আকর্ষণ করেছে। টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বিশ্বের সেরা ২৫ জন ব্লগারের মধ্যে লিও বাবুটা অন্যতম।
“দি পাওয়ার অব লেস” বইটি থেকে যেভাবে উপকৃত হওয়া সম্ভব :
  • * উদ্দেশ্যহীন যাত্রা বর্জন করে যে কাজ করতে পারো, সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
  • * নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের প্রতি মনোনিবেশ করতে হবে।
  • * নতুন কিছু সৃষ্টি এবং চর্চা করতে হবে।
  • * তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হতে হবে।
  • * দক্ষতা বৃদ্ধি করতে হবে।
নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে অবশ্যই এই শর্তগুলো মেনে চলতে হবে। এর ফলে কম কাজ করেও সফল হওয়া যায়, তবে সেটা অবশ্যই পরিকল্পনা মাফিক হতে হবে।
★ এটা হতে পারলাম না কেনো, ওটা পেলাম না কেনো এসব হা-হুতাস ছাড়তে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button